Sanju Samson: 'আমার ছেলে নিরাপদ নয়..', বিস্ফোরক মন্তব্য করে কার দিকে আঙুল তুললেন স্যামসনের বাবা?
Sanju Samson Father: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের জার্সিতে ওপেনিং করছেন স্যামসন। ইডেনে প্রথম ম্যাচে ২৬ রান করেছেন তিনি।

কেরালা: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) জার্সিতে টি-টোয়েন্টি ফর্ম্যাটে ধীরে ধীরে নিজের জায়গা পাকা করেছেন। কিন্তু অন্যদিকে তাঁর রাজ্য দলই তাঁকে বাদ দিয়ে দিয়েছে কেরালা ক্রিকেট অ্য়াসোসিয়েশন। এবার ছেলের ক্রিকেট কেরিয়ার নিয়ে শঙ্কা প্রকাশ করলেন সঞ্জু স্য়ামসনের বাবা। এমনকী কেরালা ক্রিকেট অ্য়াসোসিয়েশনের দিকেই আঙুল তুললেন স্যামসনের বাবা বিশ্বনাথ।
আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্যামসন। কিন্তু ভারতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়েছেন স্যামসন। এমনকী ওয়ান ডে ফর্ম্য়াটে পঞ্চাশের ওপর গড় থাকা সত্ত্বেও তাঁকে দলে নেননি নির্বাচকরা। গত বছর টি-টোয়েন্টি ফর্ম্য়াটে এক ক্যালেন্ডারেই তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন কেরালার ব্যাটার। স্পোর্টস তককে দেওয়া সাক্ষাৎকারে স্যামসনের বাবা বলেছেন, ''আমরা গত ১০-১২ বছর ধরেই নানা সমস্যা ভোগ করছি। কেরালা ক্রিকেট অ্য়াসোসিয়েশনকে প্রোভোক করছি না। কাউকে আঘাত করার কোনও উদ্দেশ্যও নেই আমাদের। সঞ্জুর ভাই স্যালি স্যামসনও কেরালার হয়ে দারুণ পারফর্মার। ওয়ান ডে ক্যাম্পে সুযোগও পেয়েছে ও। কিন্তু পর্যাপ্ত সুযোগ পায়নি স্যালি।''
এরপরই বিশ্বনাথন বলেন, ''আমি জানতাম ছয় মাস আগে সঞ্জুর বিরুদ্ধে কিছু পরিকল্পনা করা হয়। কেরালা অ্য়াসোসিয়েশনের তরফে এমন পরিস্থিতি তৈরি করা হয়, যাতে সঞ্জু রাজ্য দল ছেড়ে দেয়। আমরা তাঁদের সঙ্গে লড়াই করতে পারব না। আমরা ছোট মানুষ। আমরা ওঁদের বিরুদ্ধে লড়াই করতে পারব না। আমার মনে হচ্ছে আমার ছেলে এখানে নিরাপদ নয়। ওঁর সঞ্জুর বিরুদ্ধে যেভাবে খবর তৈরি করছে, মানুষও সেভাবেই বিশ্বাস করতে শুরু করছে। আমি তাই চাই সঞ্জু যাতে আর কখনও কেরালা ক্রিকেট অ্য়াসোসিয়েশনের হয়ে না খেলে। অন্য কোনও রাজ্য যদি ওঁকে খেলার সুযোগ করে দেয়, তবে আমিও তাকেই প্রাধান্য দেব।"
একাধিক রিপোর্ট অনুযায়ী স্য়ামসন বিজয় হাজারে ট্রফির আগে কেরলের প্রাক টুর্নামেন্টে অনুশীলন শিবিরে যোগ দেননি। সেই কারণেই তাঁকে দলেও রাখা হয়নি। ভারতের ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্টে না খেলায় স্বাভাবিকভাবেই স্যামসনের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাওয়ার সম্ভাবনাও কমে যায়। অবশ্য স্যামসনের বিজয় হাজারেতে খেলতে না পারাটা তাঁর চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার কারণ হিসাবে মানতে নারাজ কেরল ক্রিকেট সংস্থার সভাপতি জয়েশ জর্জ।
জর্জ বলেন, 'ওর টুর্নামেন্ট না খেলাটার সঙ্গে দল থেকে বাদ পড়ার সংযোগ রয়েছে বলে আমার মনে হয় না। ও এক লাইনের একটা টেক্সট পাঠিয়ে জানিয়ে দিয়েছিল যে ৩০ জনের প্রস্তুতি শিবিরে ও উপস্থিত থাকতে পারবে না। সে কারণেই ওকে বিজয় হাজারে ট্রফির দলে রাখা হয়নি। আমরা তো ভেবেছিলাম ও আমাদের নেতৃত্ব দেবে কারণ সাদা বলের ক্রিকেটে ওই দলের অধিনায়ক এবং সৈয়দ মুস্তাক আলিতেও ওই দলকে নেতৃত্ব দিয়েছে।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
