IND vs SA 4th T20I: জোহানেসবার্গে ছক্কা হাঁকিয়ে ক্ষমা চাইলেন সঞ্জু স্যামসন! কিন্তু কেন?
Sanju Samson: জোহানেসবার্গে চতুর্থ টি-টোয়েন্টিতে অপরাজিত ১০৯ রানের ইনিংসে নয়টি ছক্কা হাঁকান সঞ্জু স্যামসন।
জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি (IND vs SA 4th T20I) ম্যাচ ভারতীয় সমর্থকদের জন্য অন্তত অত্যন্ত উপভোগ্য ছিল। দুই পূর্ণ সদস্যের দলের ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান উঠে। সঞ্জু স্যামসন (Sanju Samson) ও তিলক বর্মার ঝোড়ো ব্যাটিং ও জোড়া শতরানে বিশ ওভারে ২৮৩ রান তোলে টিম ইন্ডিয়া।
ভারতীয় দল এদিন নিজেদের ইনিংসে মোট ২৩টি ছক্কা হাঁকায়। পূর্ণ সদস্যের দুই দলের মধ্যেকার টি-টোয়েন্টি এর আগে এক ইনিংসে এত ওভারবাউন্ডারি দেখা যায়নি। এই চার, ছক্কার বন্যা যখন ভারতীয় ক্রিকেট অনুরাগীরা আনন্দে ভাসছেন, তখনই এক সমর্থকের জন্য সেটা বেদনাদায়ক হয়ে দাঁড়াল। এমনকী সেই সমর্থকের কাছে ক্ষমাও চাইলেন সঞ্জু স্যামসন। ঘটনাটা ঠিক কী?
স্যামসন এদিন নিজের ইনিংসে মোট নয়টি ছক্কা হাঁকান। তবে ভারতীয় ব্যাটিং ইনিংসের দশম ওভারের দ্বিতীয় বলেই ঘটে দুর্যোগ। ট্রিস্টান স্টাবসের ফ্লাইট দেওয়া বলে ফ্ল্যাট ছক্কা হাঁকান স্যামসন। সেই বল রেলিংয়ে লেগে সোজা গ্যালারিতে দাঁড়িয়ে থাকা এক তরুণীর গালে গিয়ে সজোরে লাগে। ঘটনাটি বুঝতে পেরে মাঠ থেকে হাত তুলে ক্ষমাও চান স্যামসন। তার কিছুক্ষণ পরেই সেই তরুণীকে আবারও ক্যামেরায় ধরা হলে তাঁকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। তাঁর গালে আইসব্যাগ দেওয়া হলেও, তিনি যে প্রবল জোরে আঘাত পেয়েছেন, তা তাঁর মুখ চোখই বলে দিচ্ছিল।
Wishing a quick recovery for the injured fan! 🤕🤞
— JioCinema (@JioCinema) November 15, 2024
Keep watching the 4th #SAvIND T20I LIVE on #JioCinema, #Sports18 & #ColorsCineplex 👈#JioCinemaSports pic.twitter.com/KMtBnOa1Hj
এদিন ম্যাচে সঞ্জু ৫৬ বলে ১০৯ রান করেন। তিলক করেন ১২০ রান। মাত্র এক উইকেট হারিয়েই ২০ ওভারে ২৮৩ রান তোলে ভারত। ২৮৪ রানের লক্ষ্যমাত্রা টি-টোয়েন্টি ক্রিকেটে কিছুটা অস্বাভাবিকই বটে। চাপে পড়ে শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভারের তৃতীয় বলেই অর্শদীপের আঘাত। খাতা খোলার আগেই ফিরে যান রিজা হেন্ড্রিক্স। অপর ওপেনার রিকেলটনকে ফেরান হার্দিক। অধিনায়ক মারক্রাম ৮ রানের মাথায় অর্শদীপের শিকার হয়ে ফেরেন। ক্লাসেনকেও খাতা খোলার সুযোগ না দিয়েই প্যাভিলিয়নের রাস্তা দেখান অর্শদীপ।
একটা সময় মাত্র ১০ রান বোর্ডে তুলতেই চার উইকেট খুঁইয়ে ফেলেছিল প্রোটিয়া বাহিনী। সেখান থেকে ট্রিস্টান স্টাবস ও ডেভিড মিলার মিলে দলের হাল ধরেন। স্টাবস ৪৩ রান করে বিষ্ণোইয়ের বলে আউট হয়ে ফেরেন। ৩৬ রানের ইনিংস খেলে ডেভিড মিলার বরুণ চক্রবর্তীর শিকার হয়ে ফেরেন। একটি উইকেট নেন রমনদীপ। দুই উইকেট নেন অক্ষর পটেল। শেষ পর্যন্ত ১৮.২ ওভারে অল আউট হয়ে যায় প্রোটিয়া শিবির। ভারত ১৩৫ রানের বিরাট ব্যবধানে জয় পায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: মাত্র ১৩ বছর বয়সেই সর্বকালের কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে আইপিএলের নিলামে, কে সে?