Sarfaraz Khan: মুম্বইয়ের রঞ্জি দলে নেই সরফরাজ, কোথায় যাচ্ছেন ডানহাতি ব্যাটার?
Ranji Trophy 2024: মুম্বই ক্রিকেটের নির্বাচকমণ্ডলী রঞ্জিতে মুম্বইয়ের প্রথম দুটো ম্য়াচের স্কোয়াড ঘোষণা করেছে। সেই স্কোয়াডে সরফরাজকে বাদ রাখা হয়েছে।
বঢোদরা: আসন্ন রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2024) নিজেদের প্রথম ম্য়াচে মুম্বই খেলতে নামবে বঢোদরার বিরুদ্ধে। আর সেই ম্য়াচেই পাওয়া যাবে না সরফরাজ খানকে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, সরফরাজ সেই সময় বেঙ্গালুরুতে (Bengaluru) ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমিতে (National Cricket Academy) রিহ্যাব করবেন। ভারত বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের টেস্ট সিরিজে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। সেই সিরিজের আগে এনসিএতে সময় কাটাবেন সরফরাজ।
মুম্বই ক্রিকেটের নির্বাচকমণ্ডলী রঞ্জিতে মুম্বইয়ের প্রথম দুটো ম্য়াচের স্কোয়াড ঘোষণা করেছে। সেই স্কোয়াডে সরফরাজকে বাদ রাখা হয়েছে। অজিঙ্ক রাহানের নেতৃত্বে মুম্বই দলে সুযোগ পেয়েছএন পৃথ্বী শ, শ্রেয়স আইযাররা। উল্লেখ্য, সরফরাজ ইরানি ট্রফিতে দ্বিশতরান হাঁকিয়েছিলেন অবশিষ্ট ভারতীয় একাদশের বিরুদ্ধে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জাতীয় দলে প্রত্যাবর্তনের আশায় সরফরাজ।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেও ভারতীয় স্কোয়াডে জায়গা পেয়েছিলেন সরফরাজ। কিন্তু কানপুরে হওয়া দ্বিতীয় টেস্টের আগেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। যাতে ইরানি কাপে খেলতে পারেন সরফরাজ। সুযোগকে কাজে লাগিয়ে দুরন্ত দ্বিশতরান হাঁকান মুম্বইকর। একাদশে কে এল রাহুলকে বেছে নিয়েছিল টিম ম্য়ানেজমেন্ট। ফলে সরফরাজের জায়গা হয়নি।
সরফরাজ ইরানি কাপে যে দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন, সেই ইনিংসে ২৫টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকিয়েছিলেন। ২৭৬ বলের ইনিংসটি তাঁর। রাহানের সঙ্গে ১৩১ রানের ও কোটিয়ানের সঙ্গে ৮৩ রানের পার্টনারশিপ গড়েন সরফরাজ। ইরানি কাপে এর আগে ওয়াসিম জাফর, রবি শাস্ত্রী সহ আরও ১০ জন ডাবল সেঞ্চুরি করেছেন। কিন্তু মুম্বইয়ের জার্সিতে প্রথম দ্বিশতরান এসেছিল সরফরাজের ব্যাট থেকে।
বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্য়াচে ময়ঙ্ক যাদব ও নীতিশ রেড্ডিকে সুযোগ দেওয়া হয়েছে। হর্ষিত রানা এখনও রিজার্ভ বেঞ্চে বসেই আছেন। প্রথম টি-টোয়েন্টিতে নতুন মুখ নীতীশদের পাশাপাশি বহুদিন পর আবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন বরুণ চক্রবর্তীও। তরুণদের প্রতিভা দেখতে মুখিয়ে রয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদবও। তিনি টসের সময় বলেন, 'দেশের মাটিতে খেলাটা তো সবসময়ই খুব আনন্দের হয়। মাঠে নামতে আমরা মুখিয়ে রয়েছি। আর দলেও প্রচুর তরুণ প্রতিভা রয়েছে। সেটাও উচ্ছ্বাসের অন্যতম কারণ।'
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকে এখও পর্যন্ত এই ফর্ম্য়াটে কোনও ম্য়াচ হারেনি ভারতীয় ক্রিকেট দল। প্রথম শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল রোহিত শর্মার দল। এবার বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার পালা।