Shakib on Rohit: 'একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে', ভারত-বাংলাদেশ ম্যাচের রোহিত-বন্দনায় শাকিব
IND Vs BAN: টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের ম্যাচের আগে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল।
নিউ ইয়র্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) ঘিরে উত্তেজনা চরমে। আর কয়েক ঘণ্টা পরেই শুরু হয়ে যাবে বিশ্বকাপের মহারণ। মেগা টুর্নামেন্টের আগে শেষ পর্বের প্রস্তুতি সেরে নিতে বাংলাদেশের (IND vs BAN) বিরুদ্ধে শনিবার, ১ জুন অনুশীলনে নামছে ভারতীয় ক্রিকেট দল। প্রতিপক্ষ বাংলাদেশ। সেই ম্যাচের আগেই টিম ইন্ডিয়া অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান (Shakib Al Hasan)।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশ নেতা রোহিত তো বটেই, ব্যাটার রোহিতের প্রতিও নিজের মুগ্ধতা ব্যক্ত করে বলেন, 'শেষ কয়েক বছরে ও যেভাবে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছে, তা প্রশংসনীয়। অধিনায়ক হিসাবে ওর রেকর্ড দুরন্ত। আমার মনে হয় দলের সকলেই নেতা রোহিতকে কিন্তু অত্যন্ত শ্রদ্ধা করে। পাশাপাশি ওর নিজের একার দক্ষতায় বিপক্ষের হাত থেকে জয় নিয়ে নিতে পারে, ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।'
বিশ্বকাপের একমাত্র প্রস্তুতি ম্যাচের আগে রোহিত নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়াম পরিদর্শন করেন। এই মাঠেই আবার মেগা টুর্নামেন্টের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে ৯ জুন মেগাডুয়েলও এই নাসাউ স্টেডিয়ামেই আয়জিত হবে। বিশ্বকাপের আগে এই প্রস্তুতি ম্যাচকে পরিবেশ, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হিসাবেই দেখছেন টিম ইন্ডিয়া অধিনায়ক।
তিনি বলেন, 'এর আগে তো আমরা এখানে কোনদিন খেলেনি, তাই সবার আগে পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ারই চেষ্টা করছি। ৫ জুন আমাদের প্রথম ম্যাচের সময় পরিবেশ, পরিস্থিতি কেমন হতে পারে, সেটা বোঝার চেষ্টা করব। বিষয়টা এই মাঠের পিচ, পরিবেশ, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ছন্দ খুঁজে পাওয়াটা জরুরি।'
নাসাউ স্টেডিয়াম কিন্তু রোহিতের বেশ মনে ধরেছে। তিনি আশাবাদী যুক্তরাষ্ট্রে আয়োজিত প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে প্রচুর লোক ভিড় জমাবেন। নাসাউ স্টেডিয়াম নিয়ে বলতে গিয়ে ভারতীয় অধিনায়ক বলেন, 'এটা দেখতে তো খুবই ভাল। মাঠটা বেশ খোলামেলাও। আমরা এখানে প্রথমে ম্যাচে খেলতে নামব। সেই ম্যাচের জন্য তর সইছে না। এই মাঠটার পরিবেশ উপভোগ করার জন্য মুখিয়ে আছি। মাঠে বেশ অনেকজন দর্শক একসঙ্গে খেলাও দেখতে পারবেন। আশা করছি ভাল ম্যাচ হবে।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: স্বাধীনভাবে খেল, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়াকে পরামর্শ সৌরভের