Pakistan Cricket Team: পাকিস্তান ক্রিকেট দলের কোচ হচ্ছেন ধোনির প্রাক্তন সতীর্থ?
Shane Watson: বর্তমানে পাকিস্তান সুপার লিগে কোয়ট্টা গ্ল্যাডিয়েটার্সের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন শ্যেন ওয়াটসন।
নয়াদিল্লি: জিতেছেন বিশ্বকাপ। মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে মিলে তাঁর নেতৃত্বে একাধিক আইপিএল খেতাবও জিতেছেন। দিল্লি ক্য়াপিটালসের কোচিং স্টাফেরও সদস্য ছিলেন। এবার সেই শ্যেন ওয়াটসনই (Shane Watson) পাকিস্তান দলের (Pakistan Cricket Team) কোচ হতে চলেছেন। অন্তত একাধিক রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে।
বর্তমানে পাকিস্তান সুপার লিগে কোয়ট্টা গ্ল্যাডিয়েটার্সের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন ওয়াটসন। তার মাঝেই রিপোর্ট অনুযায়ী জাতীয় দলের কোচের পদের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে কথাবার্তা শুরু করেছেন ওয়াটসন। কথাবার্তা পাকা হলে ওয়াটসন পিসিবি প্রধান মহসিন নাকভির সঙ্গেও দেখা করবে বৈঠক সারবেন বলে খবর। ওই বৈঠকে প্রাক্তন অস্টেলিয়ান অলরাউন্ডারের সঙ্গে চুক্তির মেয়াদ সম্পর্কে আলাপ আলোচনা করা হতে পারে। শীঘ্রই ওয়াটসনকে পাকিস্তানের কোচ হিসাবে সরকারিভাবে নিযুক্ত করার কথা ঘোষণা করা হতে পারে বলে জল্পনা।
ওয়াটসন আন্তর্জাতিক ক্রিকেটে কোনও দলকে কোচিং করাননি বটে, তবে তিনি অতীতে বহু ফ্র্যাঞ্চাইজির হয়ে দায়িত্ব পালন করেছেন। ওয়াটসন সরকারিভাবে পাকিস্তানের কোচ নিযুক্ত হলে সেক্ষেত্রে তাঁর প্রথম অ্যাসাইনমেন্ট হবে পাকিস্তান বনাম নিউজ়িল্যান্ডের সিরিজ়। যদিও সেই সিরিজ়ের সূচি সরকারিভাবে এখনও ঘোষণা করা হয়নি। এপ্রিল ১৪ তারিখ থেকে এই সিরিজ় আয়োজিত হতে পারে বলে খবর।
আন্তর্জাতিক স্তরে ক্রিকেটার হিসাবে কিন্তু ওয়াটসনের কেরিয়ার বেশ ঈর্ষণীয়। তিনি অস্ট্রেলিয়ার হয়ে ৫৯টি টেস্ট, ১৯০টি ওয়ান ডে এবং ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্ট, ওয়ান ডে এবং টি-টোয়েন্টিতে যথাক্রমে ৩৭৩১, ৫৭৫৭ ও ১৪৬২ রান করেছেন তিনি। এর পাশাপাশি তিন ফর্ম্যাটে যথাক্রমে ৭৫, ১৬৮ ও ৪৮টি উইকেটও রয়েছে তাঁর দখলে। অস্ট্রেলিয়ার হয়ে একাধিক বিশ্বকাপ জিতেছেন ওয়াটসন। ২০০৬ ও ২০০৯ সালে যুগ্ম চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কৃতিত্ব রয়েছে তাঁর।
জোর করে অবসর
কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন নিল ওয়াগনার (Neil Wagner)। নিউজিল্যান্ডের এই বাঁহাতি পেসারের অবসর প্রসঙ্গে প্রাক্তন কিউয়ি তারকা রস টেলর (Ross Taylor) জানিয়েছিলেন যে, জোর করেই অবসর নিতে নাকি বাধ্য করা হয়েছিল তাঁকে। টেলর মনে করেন, ওয়াগনার স্বেচ্ছায় অবসর নেননি। তাঁর উপর তৈরি হওয়া চাপের কারণে নাকি বাধ্য হয়েই অবসরের কথা ঘোষণা করেছিলেন তিনি। এক সাক্ষাৎকারে প্রাক্তন কিউয়ি ডানহাতি ব্যাটার বলেন, ''আমার মনে হয় এটাই পূর্ব পরিকল্পিত। হঠাৎ করে হওয়া কোনও বিষয় নয়। সুগারকোটিং দিয়ে ঢাকার চেষ্টা করেও কোনও লাভ নেই। হ্যাঁ, ওয়াগনার অবশ্যই অবসর নিয়েছে। কিন্তু আমার মনে হয় জোর করেই ওঁকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছিল। ওয়াগনারের সাংবাদিক সম্মেলন ভালো করে শুনি, তবে দেখা যাবে যে ওয়াগনার কিন্তু নিজেকে দ্বিতীয় টেস্টের জন্য তৈরি রেখেছিল। ও খেলতে চেয়েছিল।''
টেলর আরও বলেন, ''অবশ্যই সামনের দিকে এগনো উচিত। কিন্তু আমরা এই টেস্ট সিরিজে পিছিয়ে রয়েছি। আর অজি ব্যাটাররা ওয়াগনারের অভাবটা দারুণভাবে কাজে লাগাচ্ছে। আমি অধিনায়ক হলে অবশ্যই ওয়াগনারকে খেলাতাম। ওঁর অভিজ্ঞতা দলের অনেক কাজে লাগত।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: তাঁকে খেলানো নিয়ে কুম্বলে-কোহলির ঝগড়া! সেই ধর্মশালাতেই ভেল্কি কুলদীপের