Indian Cricket Team: জন্মদিনেই সুখবর পেলেন শিবম, ফের বড় সুযোগ মুম্বইয়ের অলরাউন্ডারের
India vs Zimbabwe: জ়িম্বাবোয়ে সফরে নীতীশের পরিবর্ত হিসাবে শিবম দুবের (Shivam Dube) নাম ঘোষণা করল সিনিয়র নির্বাচক কমিটি। শিবম টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে রয়েছেন।
মুম্বই: আইপিএলে (IPL 2024) তাঁর অলরাউন্ড পারফরম্যান্স নজর কেড়ে নিয়েছিল। যার পুরস্কার হিসাবে সুযোগ পেয়েছিলেন জাতীয় দলে। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পরই জ়িম্বাবোয়ে সফরে যাবে ভারত (IND vs ZIM)। সেই দলে ডাক পেয়েছিলেন নীতীশ রেড্ডি (Nitish Reddy)। তবে চোটের জন্য কপাল পুড়ল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটারের। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে ভারতীয় দল থেকে ছিটকে গেলেন নীতীশ।
জ়িম্বাবোয়ে সফরে নীতীশের পরিবর্ত হিসাবে শিবম দুবের (Shivam Dube) নাম ঘোষণা করল সিনিয়র নির্বাচক কমিটি। শিবম টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে রয়েছেন। ভারতীয় দলের লোয়ার মিডল অর্ডার ব্য়াটিংয়ের অন্যতম স্তম্ভ তিনি। এবার জ়িম্বাবোয়ে সফরেও ভারতীয় দলের সঙ্গে যাবেন চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলা শিবম।
কী হয়েছে নীতীশের? ভারতীয় ক্রিকেট বোর্ড বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, নীতীশের চোট রয়েছে। জানানো হয়েছে যে, নীতীশের চোটের পরিচর্যা করছে ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিম। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
টি-২০ বিশ্বকাপের পরই জ়িম্বাবোয়ে সফরে যাচ্ছে ভারত। হারারে-তে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। ৬ জুলাই শুরু হচ্ছে যে সিরিজ।
🚨 NEWS 🚨
— BCCI (@BCCI) June 26, 2024
Shivam Dube replaces Nitish Reddy in the #TeamIndia squad for the series against Zimbabwe. #ZIMvIND
Details 🔽https://t.co/WMktNAIDIx
জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় দল: শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিংহ, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খলিল আমেদ, মুকেশ কুমার, তুষার দেশপাণ্ডে ও শিবম দুবে।
ঘটনা হচ্ছে, ২৬ জুন, বুধবারই শিবমের জন্মদিন। ৩১ বছর পূর্ণ করলেন শিবম। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামবে ভারত। তার আগের দিনই আরও একটা সুযোগের খবর পেলেন মুম্বইয়ের ক্রিকেটার।
Here's wishing #TeamIndia all-rounder, Shivam Dube, a very Happy Birthday 🎂👏 pic.twitter.com/9s7yfcuK78
— BCCI (@BCCI) June 26, 2024
আরও পড়ুন: বয়স মাত্র ১১, দু'হাতে বল করে তাক লাগাচ্ছে অরিক্তা, হাওড়ার কিশোরীর চোখে জাতীয় দলের স্বপ্ন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।