Virat Kohli: হাঁটুর চোটে নাগপুরে মাঠে নামা হয়নি, দ্বিতীয় ওয়ান ডেতেও কি খেলবেন না কোহলি? আপডেট দিলেন গিল
IND vs ENG ODI: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডের দিনই সকালে কোহলি ব্যথা অনুভব করেন বলে জানান শুভমন গিল।

নয়াদিল্লি: নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে দাপুটে মেজাজে নিজেদের ম্যাচ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। ৬৮ বল বাকি থাকতেই চার উইকেটে ম্যাচ জেতে ভারত। তিন ম্যাচের সিরিজ়ে ১-০ এগিয়ে গিয়েছে রোহিত বাহিনী। তবে এই ম্যাচে একজন মাঠে নামেননি। তিনি বিরাট কোহলি (Virat Kohli)। তারকা ক্রিকেটারের হাঁটুতে চোট থাকায় তাঁকে খেলতে দেখা যায়নি। কেমন আছেন তিনি? বিরাটকে কি দ্বিতীয় ওয়ান ডেতেও খেলতে দেখা যাবে না?
এই নিয়ে মুখ খুলেছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। সামনেই যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে, তাই কোহলির চোট স্বাভাবিকভাবেই ভারতীয় সমর্থকদের জন্য বিরাট উদ্বেগের কারণ। এই নিয়ে অভয় গিল টিম ম্যানেজমেন্ট ঝুঁকি নিতে না চাওয়ায় কোহলিকে বিশ্রাম দেওয়া হয়। তিনি বর্তমানে ফিটই রয়েছেন।
গিল বলেন, 'চিন্তার কোনও কারণ নেই, তেমন গুরুতর কিছু হয়নি। গতকাল অনুশীলনের সময় তো ওঁ ঠিকই ছিলেন। ম্যাচের দিন সকালে উঠে ও ওঁর হাঁটুতে হালকা ফোলাভাব দেখে এই যা। নিশ্চিতভাবেই দ্বিতীয় ওয়ান ডেতে ওঁকে খেলতে দেখা যাবে।' কথায় আছে কারও পৌষ মাস তো কারও সর্বনাশ। এক্ষেত্রেও অনেকটা এমনই হয়েছে।
কোহলির চোটের ফলে দলে সুযোগ পান শ্রেয়স আইয়ার। আর একাদশে সুযোগ পেয়েই অনবদ্য ছন্দে দেখায় তাঁকে। ব্যাট হাতে ৩৬ বলে ৫৯ রানের ইনিংস খেলেন তারকা মিডল অর্ডার ব্যাটার। নিজের ইনিংসে নয়টি চার ও দুইটি ছক্কা হাঁকান তিনি। তবে বিরাট কোহলি ফিট থাকলে তিনি ম্যাচ খেলতেনই না। তাঁকে যে ম্য়াচ খেলতে হবে, সেই কথা অনেক রাত পর্যন্ত জানতেনই না শ্রেয়স। তাঁর তো একেবারে ভিন্নরকম পরিকল্পনা তৈরিও করা হয়ে গিয়েছিল।
নাগপুরে ম্যাচ শেষে শ্রেয়স বলেন, 'সকলেই জানেন যে আজ আমার খেলার কথা ছিল না। বিরাট দুর্ভাগ্যবশত চোট পাওয়ায় আমি ম্যাচ খেলার সুযোগ পাই। আমি নিজেকে সবসময় প্রস্তুত রেখেছিলাম, জানি যে কোনও সময়ই সুযোগ আসতে পারে। গত বছর তো এশিয়া কাপে আমার সঙ্গে ঠিক এর উল্টোটা হয়েছিল। আমি চোট পেয়েছিলাম, তারপর আমার জায়গায় অন্য কেউ সুযোগ পায় এবং সেঞ্চুরি হাঁকিয়ে ফেলে।' তবে এবার কিন্তু ফিট কোহলি মাঠে ফিরতে তৈরি। সেক্ষেত্রে শ্রেয়স কি রবিবার সুযোগ পাবেন ভারতীয় একাদশে? সবার মাথায় এই প্রশ্নই ঘুরছে।
আরও পড়ুন: বয়স বহু আগেই ৪০-র গণ্ডি পার করেছে, তাও এবারের আইপিএলেও একাধিক নজর গড়ার হাতছানি ধোনির সামনে




















