(Source: ECI/ABP News/ABP Majha)
T20 World Cup 2024: ৯০০ রান করেও যদি জায়গা না পাই..... ভারতের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া নিয়ে মুখ খুললেন গিল
Indian Cricket Team: আইসিসির নির্দেশ অনুযায়ী ১ মের মধ্যেই সব দেশকে বিশ্বকাপের জন্য় নিজেদের প্রাথমিক দল ঘোষণা করতে হবে।
নয়াদিল্লি: টিম ইন্ডিয়ার আইসিসি খেতাব জয়ের খরা এক দশক পার করেছে। এ বছর সেই খরা কাটানোর আবারও এক সুযোগ পাবে টিম ইন্ডিয়া। জুনে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)। বিশের মেগাযুদ্ধের জন্য ভারতীয় দল (Indian Cricket Team) কেমন হবে, কারা সুযোগ পাবেন, সেই নিয়ে জল্পনা তুঙ্গে। তবে অপেক্ষা আর কয়েকদিনের। ১ মের মধ্যে আইসিসির তরফে সব দেশকেই নিজেদের দল ঘোষণা করার নির্দেশ দিয়েছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। সেইমতো ভারতীয় দলও সেই সময়সীমার মধ্যেই ঘোষিত হবে। এই দলে কি শুভমন গিল (Shubman Gill) সুযোগ পাবেন?
ভারতের ওপেনার হওয়ার দৌড়ে রোহিত শর্মা এবং শুভমন গিলের পাশাপাশি রয়েছেন যশস্বী জয়সওয়াল। আবার বিরাট কোহলিও আইপিএলে ওপেনিংই করছেন। তাঁকেও ওপেনার হিসাবে খেলানোর ডাক উঠেছে একাধিক মহল থেকে। বিশ্বকাপে গিলের জায়গা তাই নিশ্চিত নয়। কিন্তু এ বিষয়ে গিল কিন্তু বেশ আত্মবিশ্বাসী। নিজের গত আইপিএল মরশুমের কথা মনে করিয়ে দেন শুভমন।
তিনি ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'আমি দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে অবশ্যই আত্মবিশ্বাসী। আমি যদি গত মরশুমে ৯০০ রান করেও নিজের ওপর আস্থা না রাখি, তাহলে এত রান করার মানেটা কী? এমন এক টুর্নামেন্টে বিশ্বস্তরে নিজের দেশের প্রতিনিধিত্ব করাটা আমার স্বপ্ন।'
চলতি আইপিএল মরশুম শুরুর আগেই হার্দিক পাণ্ড্য গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে যান। হার্দিকের পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় শুভমনকে। প্রথমবার আইপিএলে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা কেমন? 'আমার অধিনায়কত্বের অভিজ্ঞতা এখনও অবধি তো খুবই ভাল। অনেক কিছু শেখার সুযোগ পাচ্ছি। রশিদ এবং নুর অধিনায়ক হিসাবে আমার জন্য এবং দলের জন্য দারুণ পারফর্ম করছে।' জানান গুজরাত অধিনায়ক।
প্রসঙ্গত, আসন্ন এই বিশ্বকাপের জন্য বিশেষ দায়িত্ব পেলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার যুবরাজ সিংহ। কুড়ির ফর্ম্য়াটের বিশ্বকাপের জন্য প্রচারমূলক কাজে দেখা যাবে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডারকে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর ঘোষণা করা হয়েছে যুবরাজকে। শুক্রবার এই ঘোষণা করেছে আইসিসি। ২০০৭ সালে প্রথম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন যুবি। সেবার চ্যাম্পিয়নও হয়েছিল ধোনির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।
নতুন দায়িত্ব পাওয়ার পর প্রাক্তন বাঁহাতি অলরাউন্ডার বলেন, ''টি-টোয়েন্টি বিশ্বকাপে আমার স্মরণীয় কিছু মুহূর্ত রয়েছে। এক ওভারে ছটি ছক্কা রয়েছে। এবারের সংস্করণে অংশ হতে পেরে ভালো লাগছে। এবার যুক্তরাষ্ট্রে হবে ভারত-পাক লড়াই। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইভেন্ট বলে বিবেচিত হয় এই লড়াই। বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারদের নতুন স্টেডিয়ামে দেখার সুযোগ থাকছে।''
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: শূন্য রানে সাত উইকেট, ১৭ বছরে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার তরুণীর