Smriti Mandhana: দুঃস্বপ্ন ভুলতে ক্রিকেটকেই আঁকড়ে ধরতে চান স্মৃতি, নাম না করে পলাশকে দিলেন শিক্ষা!
Smriti Mandhana Palash Muchhal: ৭ ডিসেম্বর স্মৃতি ও পলাশ একইদিনে বিবৃতি দিয়ে জানান যে, তাঁরা বিয়ে করছেন না। স্মৃতি এ-ও আবেদন করেছিলেন যে, এই পোস্টের সঙ্গে সঙ্গেই যেন এ নিয়ে চর্চা ও জল্পনার শেষ হয়।

মুম্বই: পলাশ মুচ্ছলের সঙ্গে তাঁর বহুল চর্চিত বিয়ে ভেঙে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে এলেন তিনি। এবং জানিয়ে দিলেন, ক্রিকেটই তাঁর একমাত্র প্রেম।
তিনি, ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা (Vice captain Smriti Mandhana)। স্মৃতি জানালেন, গত ১২ বছর ধরে ক্রিকেটই তাঁর ধ্যান জ্ঞান। স্বাভাবিকভাবেই পলাশের সঙ্গে বিয়ে ভাঙার তিক্ত স্মৃতি ভুলতে চাইছেন স্মৃতি।
৭ ডিসেম্বর স্মৃতি ও পলাশ একইদিনে বিবৃতি দিয়ে জানান যে, তাঁরা বিয়ে করছেন না। স্মৃতি এ-ও আবেদন করেছিলেন যে, এই পোস্টের সঙ্গে সঙ্গেই যেন এ নিয়ে চর্চা ও জল্পনার শেষ হয়। বাকিটা ব্যক্তিগতই রাখতে চেয়েছিলেন তিনি। শোনা গিয়েছিল, পলাশের সঙ্গে বিয়ে ভাঙার পর নিজেকে ঘরবন্দি করে রেখেছিলেন স্মৃতি। তবে এবার মাঠে ফিরছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে ভারতীয় দলে রাখা হয়েছে তাঁকে। বুধবার হরমনপ্রীত কৌরের সঙ্গেই একটু অনুষ্ঠানে হাজির হয়েছিলেন স্মৃতি। সেখানেই তিনি জানিয়ে দেন, ক্রিকেটই তাঁর সর্বস্ব এবং ভারতকে ট্রফি জেতানোই একমাত্র লক্ষ্য।
পলাশের সঙ্গে বিয়ে ভাঙার ঘোষণার পরের দিনই স্মৃতির ভাই শ্রবণ ছবি পোস্ট করে জানিয়েছিলেন যে, প্র্যাক্টিসে ফিরেছেন স্মৃতি। ২১ ডিসেম্বর বিশাখাপত্তনমে শুরু হচ্ছে ভারত বনাম শ্রীলঙ্কা টি-২০ সিরিজ। তার আগে স্মৃতি বলেছেন, 'আমি মনে করি না ক্রিকেটের চেয়ে আমি আর কিছু বেশি ভালবাসি বলে। ভারতের জার্সি পরাই আমার কাছে সবচেয়ে বড় অনুপ্রেরণা। সব সমস্যা সরিয়ে রাখুন। এতেই জীবনে মনোনিবেশ করা যায়।'
স্মৃতি যোগ করেছেন, 'আমি ছোট থেকেই ব্যাটিং করা নিয়ে পাগল ছিলাম। কেউ সেটা বুঝত না। তবে মনে মনে আমি সব সময় চাইতাম আমাকে বিশ্বচ্যাম্পিয়ন বলে ডাকা হোক।' বিশ্বকাপ জয় তাঁর আজীবনের পরিশ্রমের পুরস্কার বলেও জানিয়েছেন স্মৃতি মান্ধানা। বলেছেন, 'বছরের পর বছর ধরে যে যুদ্ধ লড়েছি, তার পুরস্কার হল বিশ্বকাপ জয়। এটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আমি ১২ বছর ধরে খেলছি এবং অনেক সময়ই সব কিছু প্রত্যাশা অনুযায়ী হয়নি। আমরা আগের ম্যাচে সেঞ্চুরি করলেও পরের ম্যাচে শূন্য থেকে শুরু করি। নিজের জন্য খেলা উচিত নয়। আমরা এটাই সব সময় সকলকে বলি।'
View this post on Instagram




















