Smriti Mandhana: কপিলের শােয়ে অতিথি বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দল, উপস্থিত নেই স্মৃতির, কিন্তু কেন?
Great Indian Kapil Sharma And Smriti Mandhana Updates: ইতিমধ্যেই শোয়ের যে ট্রেলার দেখানো হয়েছে, তাতে দেখা যাচ্ছে হরমনপ্রীত কৌর, জেমাইমা রডিরিগেজ, শেফালি বর্মাকে দেখতে পাওয়া যাবে।

মুম্বই: গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শোয়ে আগামীকাল ২৭ ডিসেম্বর যে টেলিকাস্ট করা হবে, তাতে দেখা যাবে ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকাদের। কিন্তু সেই শোয়ে দেখা যাবে না স্মৃতি মন্ধানাকে। সেই এপিশোডে অতিথি হিসেবে দেখতে পাওয়া যাবে মহিলা ওয়ান ডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় মহিলা ক্রিকেট দলকে।
ইতিমধ্যেই শোয়ের যে ট্রেলার দেখানো হয়েছে, তাতে দেখা যাচ্ছে হরমনপ্রীত কৌর, জেমাইমা রডিরিগেজ, শেফালি বর্মাকে দেখতে পাওয়া যাবে। স্মৃতি মন্ধানাকে দেখতে পাওয়া যাচ্ছে না শোয়ে। অনেকেই মনে করছেন যে স্মৃতির ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের পর হয়ত বাঁহাতি ভারতীয় ওপেনার এমন অনুষ্ঠানে আসতে চাননি।
কিছুদিন আগেই রেকর্ড গড়েছিলেন স্মৃতি
শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্য়াচে ব্যাট করতে নেমে ২৫ রান করেছিলেন স্মৃতি। আর তার সঙ্গে সঙ্গেই বাঁহাতি ওপেনার কুড়ির ফর্ম্যাটে ঝুলিতে পুরে নিয়েছেন ৪ হাজার রান। বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে এই ফর্ম্য়াটে আন্তর্জাতিক ক্রিকেটে ৪ হাজার রান পূরণ করার নজির গড়েছেন স্মৃতি। ভারতীয়দের মধ্য়ে তিনিই প্রথম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মহিলাদের ক্রিকেটে সবচেয়ে বেশি রান করেছেন নিউজিল্যান্ডের সুজি বেটস। তিনি এখনও পর্যন্ত মোট ৪৭১৬ রান করেছেন। তার পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন স্মৃতি মন্ধানা। তবে একটি বিষয়ে কিন্তু স্মৃতি টেক্কা দিয়েছেন বেটসকে। সবচেয়ে কম বল খেলে চার হাজার রানের মাইলস্টোন ছুঁয়েছেন তিনি। স্মৃতি নিয়েছেন ৩২২৭ বল। সেথানে বেটস খেলেছিলেন ৩৬৬৭৫ বল।
আন্তর্জাতিক ক্রিকেটে এই মুহূর্তে আর ৪২ রান করলেই ১০ হাজার রানের মালিক হয়ে যাবেন স্মৃতি। চলতি সিরিজে আরও চারটি ম্যাচ রয়েছে। সেই ম্য়াচগুলোতেই এই নজির গড়ে ফেলতে পারেন বাঁহাতি ভারতীয় ওপেনার।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর স্মৃতি ও পলাশ একইদিনে বিবৃতি দিয়ে জানান যে, তাঁরা বিয়ে করছেন না। স্মৃতি এ-ও আবেদন করেছিলেন যে, এই পোস্টের সঙ্গে সঙ্গেই যেন এ নিয়ে চর্চা ও জল্পনার শেষ হয়। বাকিটা ব্যক্তিগতই রাখতে চেয়েছিলেন তিনি। শোনা গিয়েছিল, পলাশের সঙ্গে বিয়ে ভাঙার পর নিজেকে ঘরবন্দি করে রেখেছিলেন স্মৃতি। তবে এবার মাঠে ফিরছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে ভারতীয় দলে রাখা হয়েছে তাঁকে। বুধবার হরমনপ্রীত কৌরের সঙ্গেই একটু অনুষ্ঠানে হাজির হয়েছিলেন স্মৃতি। সেখানেই তিনি জানিয়ে দেন, ক্রিকেটই তাঁর সর্বস্ব এবং ভারতকে ট্রফি জেতানোই একমাত্র লক্ষ্য।




















