Sourav And Laxman: তিন মাস সৌরভের সঙ্গে কথাই বলেননি লক্ষ্মণ, সম্পর্ক কি তলানিতে ঠেকেছে?
Sourav Ganguly On VVS Laxman: বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল ভারতীয় দল। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে যায় টিম ইন্ডিয়। সেবার গ্রুপ পর্বে একমাত্র অজিদের বিরুদ্ধেই হেরেছিল ভারত।

কলকাতা: ভিভিএস লক্ষ্মণের সঙ্গে কি সম্পর্ক খারাপ সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের? এমন প্রশ্ন কিছুটা বিব্রত করবে ভারতীয় ক্রিকেট প্রেমীদের। কারণ সৌরভের ভারতীয় দলের অন্যতম স্তম্ভ ছিলেন লক্ষ্মণ। বিশেষ করে টেস্ট ফর্ম্য়াটে ভিভিএসকে ছাড়া ভারতীয় দল একটা সময় ভাবাই যেত না। কিন্তু এই লক্ষ্মণই নাকি সৌরভের সঙ্গে তিন মাস কথা বলেননি। কিন্তু কেন?
সম্প্রতি সংবাদ সংস্থা PTI-কে এক সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছেন, ''এমন অনেক সময় হয়েছে যখন কোনও প্লেয়ারকে বাদ দেওয়া হয়, তখন সেই প্লেয়ার তা নিতে পারে না। ঠিক এমনই হয়েছিল ভিভি এস লক্ষ্মণের সঙ্গে। ২০০৩ ওয়ান ডে বিশ্বকাপে লক্ষ্মণের জায়গা হয়নি ভারতীয় দলে। যার জন্য় পরবর্তী তিন মাস আমার সঙ্গে লক্ষ্মণ কথাই বলেননি। যদিও এটা খুব সাধারণ বিষয়ে ছিল। কারণ, লক্ষ্মণের মত প্লেয়ার যদি বাইরে বসে থাকে, ওর তো খারাপ লাগবেই। শুরুতে যদিও লক্ষ্মণকেই দলে নিয়েছিলেন নির্বাচকরা। পরে অবশ্য দীনেশ মোঙ্গিয়াকে দলে নেওয়া হয়েছিল।''
সেবার সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের নেতৃত্বে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল ভারতীয় দল। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে যায় টিম ইন্ডিয়। সেবার গ্রুপ পর্বে একমাত্র অজিদের বিরুদ্ধেই হেরেছিল ভারত। সৌরভ বলছেন, ''লক্ষ্মণ আমাদের পারফরম্য়ান্সে বেশ খুশি হয়েছিল। আমরা বিশ্বকাপ খেলে দেশে ফেরার পর আমাদের ওয়ান ডে দলের সঙ্গে যোগও দিয়েছিল ওঁ। এরপর পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দাীন্ত পারফরম্য়ান্স করেছিলেন। এটা কখনওই কোনও ব্যক্তিগত সমস্যা ছিল না কারও।'' উল্লেখ্য, ২০০৬ সালে দেশের জার্সিতে শেষবার ওয়ান ডে ফর্ম্য়াটে খেলেছিলেন লক্ষ্মণ।
সৌরভের আক্ষেপ
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ১৭ বছরের পর আক্ষেপের সুর সৌরভ গঙ্গোপাধ্যায়ের গলায়। আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ও ওয়ান ডে ফর্ম্য়াট মিলিয়ে মোট ১৮৫৭৫ রান করেছেন সৌরভ। ৩১১ ওয়ান ডে ও ১১৩ টেস্ট ম্য়াচ খেলেছেন দেশের জার্সিতে। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, ''আমি অনেকগুলো নিশ্চিত শতরান মিস করেছিলাম। ৮০ ও ৯০ এর ঘরে অনেকবার আউট হয়েছি। নিশ্চিতভাবে বলতে গেলে ৩০ বার এমনটা হয়েছে। সেই শতরানগুলো মিস করার আক্ষেপ রয়েই গিয়েছে আমার।''
সৌরভ যদি সেই সেঞ্চুরিগুলো পূরণ করতে পারতেন, তবে তাঁর শতরানের সংখ্যা ৫০ ছাড়িয়ে যেত। প্রিন্স অফ ক্যালকাটা বলছেন, ''যখন বাড়িতে একা থাকি। যখন আমার স্ত্রী ডোনা থাকে না। তখন আমি নিজের পুরনো ব্যাটিংয়ের ভিডিওগুলো দেখি। ইউটিউব এভাবে অনেক ভিডিওতে দেখেছি যে আমি ৭০ রানে, ৮০ রানে বা ৯০ রানে আউট হয়ে গিয়েছি। সেগুলো শতরান করা উচিৎ ছিল আমার। যা আমি আর বদলাতে পারব না।'' আন্তর্জাতিক ওয়ান ডে ফর্ম্য়াটে ৭২টি অর্ধশতরান রয়েছে সৌরভের। টেস্টে সেই অর্ধশতরানের সংখ্যাটা ৩৫।




















