Arjuna Ranatunga: আমূল বদলে গিয়েছেন অর্জুন রণতুঙ্গা! শ্রীলঙ্কান বিশ্বজয়ী অধিনায়কের নতুন ছবি দেখে হতবাক সকলে
Sri Lanka Cricket Team: এক অনুষ্ঠানে ফের একবার এক মঞ্চে একত্রিত হয়েছিলেন চার বিশ্বজয়ী সনৎ জয়সূর্য, অরবিন্দ ডি সিলভা, মুথাইয়া মুরলিধরন ও অর্জুন রণতুঙ্গা।

নয়াদিল্লি: চার লঙ্কান (Sri Lanka Cricket Team) কিংবদন্তি, চারজনই বিশ্বজয়ী। কথা হচ্ছে সনৎ জয়সূর্য, অরবিন্দ ডি সিলভা, মুথাইয়া মুরলিধরন এবং অবশ্যই ১৯৯৬ সালের বিশ্বজয়ী অধিনায়ক অর্জুন রণতুঙ্গা (Arjuna Ranatunga)। এই চার কিংবদন্তি সম্প্রতি এক অনুষ্ঠানে ফের একবার এক মঞ্চে একত্রিত হয়েছিলেন। চারজনকেই সেই অনুষ্ঠানের মঞ্চে বেশ চনমনে দেখায়। তবে এই অনুষ্ঠানে অর্জুন রণতুঙ্গার চেহারা সকলের নজর কেড়ে নেয়। বিশ্বজয়ী লঙ্কান অধিনায়কের স্বাস্থ্য দেখে সকলে হতভম্ব হয়ে যান।
রণতুঙ্গাকে কোনদিনই শারীরিকভাবে অন্তত বাইরে থেকে সবথেকে ফিট ক্রিকেটারদের একজন বলে মনে হত না। তবে তাঁর চেহারায় আমূল বদল ঘটেছে। এই উল্লেখিত অনুষ্ঠানের যে ছবি সামনে এসেছে, তাতে রণতুঙ্গাকে লাল কুর্তা পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। তবে তাঁর চেহারায় রয়েছে বিরাট বদল। ওজন ঝরিয়ে একেবারে ভিন্ন অবতারে দেখা গেল রণতুঙ্গাকে। তাঁকে দেখে নেটিজেনদের অনেক তো বিশ্বাসই করতে পারছিলেন না। তাঁর স্বাস্থ্য ঠিক আছে কি না, সেই নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেন। আবার কেউ কেউ তো এতটাই বিস্মিত হয়েছেন যে তাঁরা রীতিমতো AI-র সাহায্য নিয়ে ব্যক্তিটি সত্যিই রণতুঙ্গা কি না, তা নিশ্চিত করেন।
🇱🇰🏏 pic.twitter.com/H28ZlVZRhX
— Sanath Jayasuriya (@Sanath07) November 5, 2025
অবশ্য রণতুঙ্গার এই শারীরিক বদল একেবারে নতুন কিছু নয়। অতীতেও বছর দু'য়েক আগে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ফাইনাল এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখায় প্রবল সমালোচনা করেছিলেন রণতুঙ্গা। সেই সময় তাঁর সমালোচনার থেকেও তাঁর শারীরিক পরিস্থিতি সকলের নজর কাড়ে। ৬২ ছুঁই ছুঁই রণতুঙ্গার শারীরিক এই বিরাট বদলের সঠিক কারণ জানা যায়নি। তবে আন্দাজ করা যায় এটা তাঁর শারীরিক কোনও রোগের থেকে দুরন্ত ফিটনেসেরই ফলাফল।
ইডেনে বিশ্বকাপ
জল্পনা ছিলই। পরের বছর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত হবে টি-২০ বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে ইডেনে যে ম্যাচ পড়বে, সেই সম্ভাবনা ছিলই। তাতেই সিলমোহর পড়ল। বৃহস্পতিবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি জানিয়েছে, ভারত ও শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে আয়োজিত হবে পুরুষদের টি-২০ বিশ্বকাপ।
ভারতের কোন কোন শহরে হবে খেলা? আইসিসি যে ভেন্যুগুলিকে বেছেছে, সেখানে রয়েছে আমদাবাদ, নয়াদিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বই। শোনা যাচ্ছে, শ্রীলঙ্কার তিন শহরে হবে কিছু ম্যাচ। যার মধ্যে দুটি শহর সম্ভবত কলম্বো ও ক্যান্ডি।




















