IND vs AUS: পুরো বর্ডার গাওস্কর ট্রফি থেকেই কি ছিটকে গেলেন গিল?
Subhman Gill Injury: পারথে রোহিত নেই, এটা মােটামুটি নিশ্চিত। বোর্ডের তরফে অবশ্য গিলের চোট ও তাঁর প্রথম টেস্টে না খেলার বিষয়ে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি।
পারথ: অনুশীলনের সময় আচমকা আঙুলে চোট পেয়েছিলেন। যার জন্য পারথ টেস্ট থেকে ছিটকে গিয়েছে শুভমন গিল। রোহিত শর্মা যে পারথে নামছেন না তা নিশ্চিত হয়ে গিয়েছে। এরপর গিলও ছিটকে গিয়েছেন প্রথম ম্য়াচে। স্বাভাবিকভাবেই চিন্তা বেড়েছে টিম ম্য়ানেজমেন্টে। বুড়ো আঙুলে চোট পেয়েছেন তিনি। কিন্তু সূত্রের খবর, শুধু প্রথম ম্যাচ নয়। পুরো সিরিজ থেকেই ছিটকে যেতে পারেন এই ডানহাতি ব্যাটার।
পারথে রোহিতের পরিবর্ত হিসেবে ওপেনিংয়ে নামবেন কে এল রাহুল, এটাই মােটামুটি নিশ্চিত। বোর্ডের তরফে অবশ্য গিলের চোট ও তাঁর প্রথম টেস্টে না খেলার বিষয়ে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। বোর্ডের আরও এক সূত্র বলছে অবশ্য যে গিলের আঙুলে চিড় ধরেনি। ফলে দ্বিতীয় টেস্টে অ্যাডালেডেই ফিরে আসবেন তিনি ভারতীয় একাদশে। জানা যাচ্ছে গিলের আঙুল ফুলে গিয়েছে।
রোহিত শর্মা এবং শুভমন গিল, উভয় ক্রিকেটারই স্লিপে ফিল্ডিং করে থাকেন। তাঁদের অনুপস্থিতিতে ভারতীয় দলের ফিল্ডিং সেশনের যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তা দেখে মনে হচ্ছে সম্ভবত দেবদত্ত পাড়িক্কাল ও ধ্রুব জুরেলকেই পারথে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে দেখা যাবে। ফিল্ডিংয়ের সময় পাড়িক্কাল, কোহলি, যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুলদের স্লিপে ফিল্ডিং করতে দেখা যায়। অন্য়দিকে, জুরেলকে গালিতে ফিল্ডিং করতে দেখা যায়। পাড়িক্কাল কিন্তু ভারতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ছিলেন না। তবে গিলের চোট পাওয়ার পরেই দেবদত্ত পাড়িক্কালকে দলে নেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও সরকারিভাবে কোনও ঘোষণা এখনও করা হয়নি। তবে তিনি ভারতের হয়ে তিন নম্বরে ব্যাট করতে পারেন বলেই খবর। দেবদত্ত সম্প্রতি ভারতীয় 'এ' দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে মোটামুটি খারাপ পারফর্ম করেননি। দুই আনঅফিশিয়াল টেস্টে ৩৬, ৮৮, ২৬ ও এক রান করেছেন তিনি।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার ধাক্কা দিয়েছে গোটা শিবিরকে। নিজেদের ঘরের মাঠে টেস্ট সিরিজের তিনটি ম্য়াচেই হার। সিরিজে হোয়াইটওয়াশ হয়ে বর্ডার গাওস্কর ট্রফি খেলতে অস্ট্রেলিয়ায় পাড়ি দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। আসন্ন পাঁচটি টেস্টে ফলাফলের ওপর নির্ভর করছে পরের বছর টেস্ট চ্যাম্পিয়ন্সশিপ ফাইনালের টিকিট পাওয়া। অন্তত চারটি টেস্টে জিততেই হবে টিম রোহিতকে। তাই অবশ্য়ই কাজটা খুবই কঠিন। প্রথম টেস্টে রোহিতের অনুপস্থিতিতে নেতৃত্বভার সামলাবেন জসপ্রীত বুমরা।