Raina-Dhoni Retirement: কেন একইদিনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন ধোনি ও রায়না?
MS Dhoni Retirement: সুরেশ রায়নার অবসর ঘোষণার কয়েক মিনিট আগেই, ১৫ অগাস্ট, ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি।
![Raina-Dhoni Retirement: কেন একইদিনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন ধোনি ও রায়না? Suresh Raina MS Dhoni Retirement on 15 th August 2020 was pre planned and had a reason know in details Raina-Dhoni Retirement: কেন একইদিনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন ধোনি ও রায়না?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/15/c4615ff58df68f25c4528f4f10c2324f1723706941643507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: আজ ৭৮তম স্বাধীনতা দিবস (Independence Day)। আজকের দিনে ঠিক চার বছর আগেই গোটা দেশ যখন স্বাধীনতা দিবসের আনন্দে মজে ছিল। ঠিক তখনই হঠাৎ করেই কয়েক মিনিটের ব্যবধানে ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা অবসরের সিদ্ধান্ত নেন। ২০২০ সালের ১৫ অগাস্ট ভারতের দুই বিশ্বজয়ী দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন। তাঁর ঠিক কয়েক মুহূর্ত পরেই আরেক বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাও (Suresh Raina) আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানান।
দুই তারকার গভীর বন্ধুত্ব সম্পর্কে সকলেই অবগত। জাতীয় দলের পাশাপাশি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে চুটিয়ে একসঙ্গে খেলেছেন রায়না ও ধোনি। একই দিনে তাঁদের অবসরের সিদ্ধান্ত,তাও আবার স্বাধীনতা দিবসের দিন। কিন্তু কেন এই দিনেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন ধোনি ও রায়না। এর পিছনে ছিল বিশেষ এক কারণ।
২০২০ সালে গোটা দেশজুড়ে ৭৪তম স্বাধীনতা দিবস পালন হচ্ছিল। এই সংখ্যার মধ্যেই লুকিয়ে রয়েছে ধোনি ও রায়নার ওই দিনে অবসরের আসল কারণ। কারণটা হল দুইজনের জার্সি নম্বর। হ্যাঁ, ঠিকই পড়েছেন। ধোনির সাত নম্বর জার্সি পরেই খেলতেন। আর রায়নার জার্সি নম্বর ছিল তিন। সেই কারণেই ভারতের স্বাধীনতার ৭৩তম বর্ষ উদযাপন করে দুই তারকা অবসর নিয়েছিলেন। তাঁরা যে এইদিনেই একসঙ্গে অবসর নেবেন, তা আগেভাগেই ঠিক করে ফেলেছিলেন ধোনি ও রায়না।
প্রাক্তন ভারতীয় ব্যাটার রায়না অতীতে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, 'ধোনির জার্সি নম্বর সাত ও আমার তিন। একসঙ্গে মেলালে সেটা ৭৩ দাঁড়ায়। ১৫ অগাস্ট, ২০২০ সালে ভারত স্বাধীনতার ৭৩ বছর পূর্ণ করে। আমার মতে তাই অবসর ঘোষণার জন্য ওর থেকে ভাল দিন আর ছিল না।' স্বাধীনতাঅর্জনের ৭৩ বছর পূর্ণ করে দেশ ৭৪-এ পা দেওয়ার সঙ্গে সঙ্গেই তাই, সাত ও তিন নম্বর জার্সিধারী ভারতীয় মহাতারকাদ্বয় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পরেও দুই তারকা সিএসকের হয়ে একসঙ্গে আইপিএলে প্রতিনিধিত্ব করেছেন। রায়না অবশ্য ইতিমধ্যেই আইপিএল থেকেও অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে ফেলেছেলেন। তবে ধোনি এখনও খেলা চালিয়ে যাচ্ছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: গম্ভীরের পছন্দেই সিলমোহর, ভারতীয় দলের নতুন বোলিং কোচ হচ্ছেন মর্নি মর্কেল
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)