Suryakumar Yadav: টিম ইন্ডিয়ার নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হয়ে কাকে কৃতজ্ঞতা জানালেন সূর্যকুমার যাদব?
Indian captain: শ্রীলঙ্কা সফরের মধ্যে দিয়েই পাকাপাকিভাবে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হিসাবে নিজের সফর শুরু করবেন সূর্যকুমার যাদব।
মুম্বই: সদ্যই দেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক (Indian Captain) নির্বাচিত হয়েছেন তিনি। তবে বিরাট দায়িত্ব পাওয়ার পর প্রাথমিকভাবে তেমন কোনও প্রতিক্রিয়া মেলেনি সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)। অবশেষে তিনি মুখ খুললেন। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্টে সকলকে জানালেন ধন্যবাদ।
টিম ইন্ডিয়ার নতুন বিশ ওভারের নেতা নির্বাচিত হওয়ার পর সূর্য নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আপনাদের এত ভালবাসা, সমর্থন এবং শুভেচ্ছাবার্তার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। বিগত কয়েক সপ্তাহটা আমার জন্য স্বপ্নের মতোই কেটেছে এবং সত্যিই কৃতজ্ঞ।' জাতীয় দলের হয়ে খেলাটাই তাঁর কাছে বিরাট গর্বের বলে জানিয়ে কৃতজ্ঞ সূর্য জানান এই নতুন ভূমিকার ফলে তাঁর দায়িত্বও কিন্তু আগের থেকে অনেক বেড়ে গিয়েছে।
View this post on Instagram
'জাতীয় দলের হয়ে খেলাটার অনুভূতির সঙ্গে আর কোনওকিছুর তুলনা চলে না এবং এই অনুভূতিটা আমি কোনওদিনই ভাষায় ব্যক্ত করতে পারব না। এই নতুন ভূমিকাটা নিজের সঙ্গে সঙ্গে অনেক দায়িত্ব, উত্তেজনা এবং উন্মাদনা সঙ্গে করে নিয়ে আসে। আশা করছি এই সফরে ভবিষ্যতেও আপনাদের সমর্থন এবং আর্শীবাদ পাব।' লেখেন ভারতের নতুন অধিনায়ক।
সূ্র্যকুমার যাদব কিন্তু সদ্যই পাকাপাকিভাবে টিম ইন্ডিয়ার বিশ ওভারের নেতা নির্বাচিত হলেও, অতীতেও দলের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। গত বছরই ভারতীয় সিনিয়র দলের হয়ে প্রথমবার অধিনায়কত্ব করতে দেখা যায় সূর্যকুমার যাদবকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ়ে ভারতীয় দলের দায়িত্ব সামলান সূর্য। সেই সিরিজ়ে ভারতীয় দল কিন্তু অস্ট্রেলিয়াকে হেসে খেলে ৪-১-র বিরাট ব্যবধানে পরাজিত করে। তারপরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টিম ইন্ডিয়ার নেতৃত্বে সূর্যকুমারকে দেখা যায়। রামধনুর দেশে তিন ম্যাচের সেই সিরিজ় ১-১ ড্র হয়। অর্থাৎ এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদবের রেকর্ড আট ম্যাচে পাঁচ জয়, দুই হার (একটি অমীমাংসিত ম্যাচ)।
অধিনায়কত্বের দায়িত্ব কিন্তু ব্যাটার সূর্যকুমারের ওপরও বাড়তি কোনও প্রভাব ফেলেনি। সাত ইনিংসে অধিনায়ক সূর্য ৪২.৮৫ গড় ও ১৬৪.৮৩ স্ট্রাইক রেটে মোট ৩০০ রান করেছেন। একটি শতরান ও দুইটি অর্ধশতরান ও রয়েছে সেই সময়ে। এই দুরন্ত ফর্ম তিনি ধরে রাখতে পারেন কি না, সেইদিকে সকলের নজর থাকবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বিশ্বকাপে বল বিকৃত করেছে ভারত! ইনজামামের বিস্ফোরক অভিযোগের জবাব দিলেন শামি