Mohammed Shami: বিশ্বকাপে বল বিকৃত করেছে ভারত! ইনজামামের বিস্ফোরক অভিযোগের জবাব দিলেন শামি
Ball Tampering: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে অর্শদীপ সিংহের রিভার্স স্যুইং বোলিং দেখে প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম দাবি করেছিলেন টিম ইন্ডিয়া নাকি বল বিকৃত করেছে।
নয়াদিল্লি: পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার তথা প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক (Inzamam Ul Haq) ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীনই এক বিস্ফোরক দাবি করেছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে অর্শদীপ সিংহের রিভার্স স্যুইং বোলিং দেখে প্রাক্তন পাক অধিনায়ক দাবি করেছিলেন টিম ইন্ডিয়া (Team India) নাকি বল বিকৃত (Ball Tampering) করেছে। এবার সেই অভিযোগের জবাব দিলেন মহম্মদ শামি (Mohammed Shami)।
ভারতের তারকা ফাস্ট বোলারের দাবি পাকিস্তানিরা ভারতের সাফল্য দেখলেই উল্টোপাল্টা মন্তব্য করে থাকেন এবং ইনজামামের অভিযোগ যে কতটা ভুল তা তিনি সুযোগ পেলে একেবারে হাতেনাতে প্রমাণও করে দেবেন। সদ্য এক সাক্ষাৎকারে শামি বলেন, 'পাকিস্তানিরা আমাদের কোনওকিছুতেই খুশি হয় না এবং হবেও না। কেউ বলেন আমরা নাকি ভিন্ন বল ব্যবহার করছি, আবার কেউ বলছেন বলে নাকি চিপ রয়েছে। আমি আগেও বলেছি, আমি যদি সুযোগ পাই তাহলে আমি বলের ভিতর কোনও চিপ বা যন্ত্র রয়েছে নাকি তা হাতেনাতে প্রমাণ করে দেব। ওরা স্যুইং, রিভার্স স্যুইং করলে সেটা বোলারদের দক্ষতা। আর আমরা করলে তখনই সেটা বল বিকৃতি বা চিপের মাধ্যমে হয়ে থাকে।'
শামি আরও জানান পাকিস্তানের বিরুদ্ধে কেউ ভাল পারফর্ম করলেই তখন তাঁর বিরুদ্ধে এইসব বোকাবোকা অভিযোগ উঠে। 'যে দল ওদের বিরুদ্ধে ভাল খেলে, তারা সবসময় ওদের নিশানায় থাকে। ধরে নেওয়া যাক আমি কোনও যন্ত্রের মাধ্যমে বল করলাম এবং ভুল করে এক সুইচ চিপতে গিয়ে অন্য সুইচ চিপে দিলাম, তখন কী হবে। আমি ইনস্যুইং করতে গিয়ে বল আউটস্যুইং হয়ে গেলে তো আমি তো মার খাব। এসব কার্টুনগিরি ওদের দ্বারাই সম্ভব। স্রেফ লোকজনকে বোকা বানানোর মতলব এসব।' দাবি তারকা ক্রিকেটারের।
প্রসঙ্গত, শামি গত বছরের ওয়ান ডে বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে রয়েছেন। তিনি চোট সারানোর জন্য অস্ত্রোপ্রচারও করিয়েছেন। এবার ধীরে ধীরে ময়দানে ফেরার পালা। ইতিমধ্যেই অল্প অল্প করে অনুশীলনও শুরু করে দিয়েছেন তারকা বোলার। তিনি জানান ভারতীয় দলের দুই তারকা বিরাট কোহলি এবং ইশান্ত শর্মা তাঁর বন্ধু এবং তাঁরাই কেবল তাঁর খোঁজ খবর নেন। এবার শামি চোট সারিয়ে ফের কবে ২২ গজে ফেরেন সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কেরিয়ারের সেরা তিন মুহূর্ত বাছতে বসে আইপিএলের ছয় ট্রফি জয়কে ধর্তব্যেই রাখলেন না রোহিত