Suryakumar Yadav: 'আমি নিশ্চিত তুমি আমার ব্য়াটিং দেখােনি', দ্রাবিড়ের কথায় অট্টহাসি সূর্যকুমারের
Dravid On Suryakumar: সূর্যকুমারের ৫১ বলে ১১৭ রানের ইনিংস দেখেছেন সামনে থেকে। দ্রাবিড়় যেখানে ধ্রুপদী খেলায় বরবার বিশ্বাসী ছিলেন, সেখানে সূর্যকুমারের মাঠের চারধার ধরে খেলা একেবারে বিপরীত।
রাজকোট: একজনের তিন তিনটে সেঞ্চুরি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে। এই ফর্ম্যাটে বিশ্বের সেরা ব্যাটার। অন্যজন টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ব্যাটার। প্রথম জন সূর্যকুমার যাদব, যাঁর ব্য়াটিং দেখে মুগ্ধ দ্বিতীয় জন হলেন রাহুল দ্রাবিড়। এই মুহূর্তে রাহুল ভারতীয় দলের কোচ। গতকাল রাজকোটে সূর্যকুমারের ৫১ বলে ১১৭ রানের ইনিংস দেখেছেন সামনে থেকে। দ্রাবিড়় যেখানে ধ্রুপদী খেলায় বরবার বিশ্বাসী ছিলেন, সেখানে সূর্যকুমারের মাঠের চারধার ধরে খেলা একেবারে বিপরীত। ম্যাচের পর সূর্যকুমারের সাক্ষাৎকার নিতে গিয়ে কোচ দ্রাবিড় মজা করে বলে বসলেন আমি নিশ্চিত তুমি আমার খেলা দেখেনি। কিন্তু কেন এমনটা বললেন?
কী বললেন দ্রাবিড়?
দ্রাবিড় যেই সময় খেলতেন সে সময় কুড়ির ক্রিকেটের রমরমা শুরু হয়নি। সেই সময় ৪৫ বলে সেঞ্চুরি পূরণ করা ইনিংস খুব কমই দেখা যেত। সূর্যের ইনিংসে তাই মজেছেন দ্রাবিড়। তিনি বলেন, ''আমার সঙ্গে এমন একজন রয়েছে, আমি নিশ্চিত যে, ছোটবেলার আমার ব্যাটিং দেখেনি। সূর্য আবিশ্বাস্য ফর্মে খেলছে। যতবারই ওর ব্যাটিং দেখি, ততবারই মনে হয়, এর চেয়ে ভালো টি-২০ ইনিংস দেখিনি। প্রতিবারই ও আরও ভালো কিছু করে দেখায়।''
View this post on Instagram
সূর্য সেই মুহূর্তেই হেসে ওঠেন ও বলেন, ''না আমি আপনার ব্যাটিং দেখেছি'! দ্রাবিড় সঙ্গে সঙ্গে বলেন, 'আমি আশা করি তুমি দেখোনি, আমি নিশ্চিত তুমি দেখোনি।'
ভারতের সিরিজ জয়
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের জয়ের ধারা অব্যাহত। ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি (IND vs SL) সিরিজ ২-১ জিতল ভারত। ২২৯ রান তাড়া করতে নেমে ১৩৭ রানেই অল আউট হয়ে গেল শ্রীলঙ্কা। ৯১ রানে ম্যাচ জিতল ভারত। গত ম্যাচে নো বল করায় সমালোচনার শিকার হয়েছিলেন অর্শদীপ সিংহ (Arshdeep Singh), এই ম্যাচে তিন উইকেট নিয়ে সমালোচকদের যোগ্য জবাব দিলেন তিনি। সূর্যকুমার যাদব নিজের কেরিয়ারের তৃতীয় টি-টোয়েন্টি শতরান হাঁকান। তিনি ১১২ রানে অপরাজিত থাকেন।