IND vs SL: সতীর্থদের অভিযোগে হারিয়েছিলেন মুম্বইয়ের নেতৃত্ব! পুরনো বিতর্ক নিয়ে কী বললেন ভারতের অধিনায়ক সূর্য
Suryakumar Yadav: সূর্যকুমার যাদব কিন্তু ইতিমধ্যেই ভারতীয় দলকে সাতটি বিশ ওভারের ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। টিম ইন্ডিয়া তাঁর পাঁচটিতেই জয় পেয়েছে।
পাল্লেকেলে: আর মাত্র একদিনের অপেক্ষা। তারপরেই প্রথমবার পাকাপাকিভাবে দলের টি-টোয়েন্টি অধিনায়ক হিসাবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার মাঠে নামবেন অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ভারতীয় ক্রিকেটের নতুন জমানার আগমন কেমন হয়, তা দেখতে মুখিয়ে রয়েছেন সমর্থকরা। তবে তার আগেই এক পুরনো বিতর্ক ফিরে এল।
সূর্যকুমার টিম ইন্ডিয়ার নতুন অধিনায়ক নির্বাচিত হওয়ার পর অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। কারণ ২০১৫ সালে সূর্যকুমারকে মুম্বই দলের অধিনায়ক পদ থেকে অপসারিত করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে তাঁর তৎকালীন সতীর্থরাই অভিযোগ করেছিলেন। তবে সেসব অতীত। পরিস্থিতি বদলেছে এবং মানুষ হিসাবেও তিনি অনেক বদলে গিয়েছেন বলে দাবি সূর্যকুমারের।
ভারতীয় দলের নতুন অধিনায়ক সিরিজ় শুরুর আগে সাংবাদিক সম্মেলনে বলেন, 'পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। ২০১৪-১৫ সালের পর থেকে অনেক কিছু বদলেছে। আমি মানুষ হিসাবে এই ১০ বছরে অনেক বদলে গিয়েছি। ২০১৬ সালে আমার বিয়ে হয়। ভিন্ন ভিন্ন অধিনায়কের নেতৃত্বে খেলেছি। তাঁদের থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। রোহিত শর্মার সঙ্গে বিগত ছয় বছর ধরে খেলছি। ওঁর থেকে শিখেছি প্রচুর জিনিসপত্র। তাঁর সঙ্গে নিজের ভাবনাচিন্তা মিলিয়েই এই দলকে এগিয়ে নিয়ে যাব।'
টিম ইন্ডিয়ার অধিনায়ক হওয়াটা তাঁর কাছে স্বপ্ন সার্থক হওয়ার মতোই বলে জানান দলের নতুন অধিনায়ক। তবে তিনি অধিনায়ক নন, মাঠ ও মাঠের বাইর নেতা হিসাবে দলকে এগিয়ে নিয়ে যেতে চান, ঠিক যেমনটা তাঁর পূর্বে রোহিত শর্মা করতেন। 'ভারতীয় দলের হয়ে অধিনায়কত্ব করাটা তো সকলেরই স্বপ্ন। জাতীয় দলের হয়ে খেলার সব স্বপ্ন দেখতাম। তারপর অধিনায়ক নির্বাচিত হওয়ায় আরও এক স্বপ্নপূরণ হল। আমি রোহিতের থেকে লিডারশিপ শিখেছি। অধিনায়ক হওয়া আর নেতা হওয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কীভাবে মুশকিল পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে দলকে জেতাতে হয় সেটা রোহিত শিখিয়েছেন। সেই ধারাটাই আমি অব্যাহত রাখার চেষ্টা করব।' জানান সূর্য।
এবার দেখার অধিনায়ক সূর্য কতটা সফল হতে পারেন। তিনি কিন্তু ইতিমধ্যেই ভারতীয় দলকে সাতটি বিশ ওভারের ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। টিম ইন্ডিয়া তাঁর পাঁচটিতেই জয় পেয়েছে। তাই পূর্বাভাস কিন্তু ভাল কিছুরই রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কোচ হিসাবে গম্ভীর কেমন? রাখঢাক না করে স্পষ্ট জবাব দিলেন শুভমন গিল