Gill on Gambhir: কোচ হিসাবে গম্ভীর কেমন? রাখঢাক না করে স্পষ্ট জবাব দিলেন শুভমন গিল
Shubman Gill: টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিশেষত বিশ্বকাপের আগে আশানুরূপ পারফর্ম করতে পারেননি বলেই জানান শুভমন গিল। নিজের উন্নতি ঘটাতে তাই আগ্রহী তিনি।
পাল্লেকেলে: আর মাত্র একদিন। তারপরেই শুরু হয়ে যাবে ভারত বনাম শ্রীলঙ্কার (India vs Sri Lanka) টি-টোয়েন্টি সিরিজ়। এটিই কোচ হিসাবে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) প্রথম সিরিজ়। সেই কারণেই ভারতীয় সমর্থকরা দুই পড়শি দেশের ২২ গজের লড়াইয়ের দিকে আরও বেশি করে নজর রাখবেন। শুরুর দিনগুলি কিন্তু কোচ গম্ভীর খেলোয়াড়দের বেশ প্রভাবিতই করেছেন এই সিরিজ়ে দলের সহ-অধিনায়ক নির্বাচিত হওয়া শুভমন গিলের (Shubman Gill) কথাতেই তা স্পষ্ট।
গিলের দাবি গম্ভীর দলের সকল ক্রিকেটারদের থেকে কী চান, তা খুব স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, 'আমদের এই নিয়ে দুইটো নেট সেশন হয়েছে এবং আমি এই প্রথমবার ওঁর সঙ্গে কাজ করছি। যেটুকু ওঁর সঙ্গে কথা হয়েছে তাতে আমার মনে হয়েছে যে ওঁর মনোভাব এবং ওঁ কী চাইছেন, সেটা খুব স্পষ্ট। মানে ওঁ খেলোয়াড়দের থেকে কী চাইছে, কেমন ধরনের খেলার প্রত্যাশা রয়েছে, সেটা সোজাসাপ্টা জানিয়ে দিয়েছেন।'
অনেকেই গিলকে দলের সহ-অধিনায়ক ঘোষণা করায় খানিক ভ্রু কুঁচকেছিলেন। তবে তাঁর জন্য ব্যাটার হিসাবে এই দায়িত্ব তেমন কোনও বাড়তি প্রভাব পড়ে না বলেই দাবি গিলের। তরুণ ভারতীয় টপ অর্ডার ব্যাটার বলেন, 'ব্যাটার হিসাবে এই দায়িত্বের ফলে তেমন কিছু বদল হয় না। আমি যখন ক্রিজে ব্যাট করছি, তখন তো আমায় দিনের শেষে রান করে দলকে জেতানোটাই কর্তব্য। সেটার কোনও হেলদোল হয় না। তবে হ্যাঁ, মাঠে ফিল্ডিংয়ের সময় বাকি খেলোয়াড়দের থেকে অনেক বেশি সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়, এটা একটা বড় পার্থক্য।'
গিলের নেতৃত্বে ভারতীয় দল সদ্যই জ়িম্বাবোয়েকে ৪-১ হারিয়েছে। তবে ব্যাটার গিল বিশ ওভারের ফর্ম্যাটে নিজের পারফরম্যান্স নিয়ে খুব একটা খুশি নন। তিনি বলেন, 'এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমার বিশ ওভারের ফর্ম্যাটে পারফরম্যান্স আশানুরূপ হয়নি। এই সাইকেলে আমরা মোটামুটি ৩০ থেকে ৪০টা টি-টোয়েন্টি ম্যাচ খেলব। চেষ্টা থাকবে ব্যাট হাতে যাতে এবং দলগতভাবেও যেন আগের থেকে পারফরম্যান্স বেশি ভাল হয়।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ধোনি, কোহলি বা রোহিত কেউই নন, যশপ্রীত বুমরার প্রিয় অধিনায়ক তাহলে ঠিক কে?