Syed Mushtaq Ali T20: সৈয়দ মুস্তাক আলি টি-২০-তে সুযোগ না পেয়ে কোচকে বেধড়ক মার! শোরগোল ভারতীয় ক্রিকেটে
Pondicherry Cricket Team: দলে সুযোগ না পাওয়ায় কোচকেই আক্রমণ করে বসলেন তিন ক্রিকেটার। কোচকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। বলা হচ্ছে, মেরে নাকি কাঁধ ভেঙে দেওয়া হয়েছে কোচের। ফাটিয়ে দেওয়া হয়েছে মাথা!

পুদুচেরি: সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলা। যে বিপর্যয়ের নেপথ্যে অন্যতম কারণ হিসাবে উঠে এসেছে খাতায়-কলমে দুর্বল পুদুচেরির (Pondicherry) বিরুদ্ধে অবাক হার । পুদুচেরির বিরুদ্ধে ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯৬ রানে অল আউট হয়ে গিয়েছিল বাংলা ।
সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের গ্রুপ থেকে বিদায় নিয়েছে পুদুচেরিও। তবে পুদুচেরি শিবিরে তারপরেই তুমুল অশান্তি বেঁধে গেল। দলে সুযোগ না পাওয়ায় কোচকেই আক্রমণ করে বসলেন তিন ক্রিকেটার। কোচকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। বলা হচ্ছে, মেরে নাকি কাঁধ ভেঙে দেওয়া হয়েছে কোচের। ফাটিয়ে দেওয়া হয়েছে মাথা!
এস বেঙ্কটরামন (S Venkataraman) পুদুচেরির অনূর্ধ্ব ১৯ দলের কোচ। অভিযোগ, সৈয়দ মুস্তাক আলি ট্রফির (Syed Mushtaq Ali Trophy) দলে সুযোগ না পাওয়ায় তাঁকে তিন স্থানীয় ক্রিকেটার আক্রমণ করেছেন, মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন, কাঁধও ভেঙে দিয়েছেন।
ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন সেদারাপেট পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর এস রাজেশ। তিনি বলেছেন, 'বেঙ্কটরামনের কপালে ২০টি সেলাই পড়েছে। তবে এখন উনি স্থিতিশীল। অভিযুক্ত ক্রিকেটারেরা পলাতক। ওদের খোঁজার চেষ্টা চলছে। পরে বিস্তারিত জানানো হবে।'
পুদুচেরির ভূমিপুত্ররা রাজ্য ক্রিকেট দলে পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না বলে দীর্ঘদিনের ক্ষোভ। যদিও পুচুচেরি ক্রিকেট সংস্থার কর্তারা এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন । অভিযোগ, ভিন রাজ্যের ক্রিকেটারদের স্থানীয় পরিচয়পত্র বানিয়ে খেলানো হচ্ছে পুদুচেরি দলে। ভুয়ো ঠিকানা দিয়ে স্থানীয় আধার কার্ড বানানো হচ্ছে বলেও অভিযোগ। ঘটনা হচ্ছে, ২০২১ সাল থেকে মাত্র পাঁচজন ভূমিপুত্র রঞ্জি ট্রফিতে পুদুচেরির প্রতিনিধিত্ব করেছেন । যা নিয়ে ক্ষোভের আগুন তৈরি হয়েছে। এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড হস্তক্ষেপ করবে বলে ইঙ্গিত দিয়েছেন বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া। তিনি বলেছেন, 'খবরে গুরুতর কিছু অভিযোগ তোলা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড শীঘ্রই এগুলো খতিয়ে দেখবে।'
পুলিশে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত কোচ বেঙ্কটরামন। এক সময় যিনি পুদুচেরি ক্রিকেট সংস্থার সচিবও ছিলেন। অভিযোগপত্রে তিন স্থানীয় ক্রিকেটারের নাম উল্লেখ করেছেন তিনি। তাঁরা হলেন - কার্তিকেয় জয়সুন্দরম, এ অরবিন্দরাজ ও এস সন্তোষ কুমারন। তিনজনই পুদুচেরির হয়ে রঞ্জি ট্রফিতে খেলেছেন। কার্তিকেয় জয়সুন্দরম তিন ফর্ম্যাটেই খেলেছেন পুদুচেরির হয়ে। তিন ক্রিকেটারকে খুঁজছে পুলিশ।



















