Smriti Mandhana: কাল পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে অনিশ্চিত স্মৃতি
T20 World Cup 2023: প্রথম ওয়ার্ম আপ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে। সেই ম্যাচ খেলার সময়ই আঙুলে চোট পান স্মৃতি।
ডারবান: শুরু হয়ে গিয়েছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামীকাল পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team )। কিন্তু হাইভোল্টেজ এই ম্যাচের আগেই কিছুটা চিন্তার ভাঁজ ভারতীয় থিঙ্কট্য়াঙ্কে। আগামীকালের ম্যাচে অনিশ্চিত স্মৃতি মন্ধানা। এর আগে কাঁধের চোটের জন্য প্রথম ম্যাচে অনিশ্চিতের তালিকায় ছিলেন ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। এবার স্মৃতির নামও যুক্ত হল।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে খেলার সময় চোট পেয়েছিলেন হরমনপ্রীত। আগামীকালের ম্যাচে হয়ত তিনি খেলবেন না, এটাই নিশ্চিত। এবার স্মৃতিও ছিটকে যেতে পারেন। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচের সময় দেখা গিয়েছে যে স্মৃতির আঙুলে ব্যান্ডেজ রয়েছে।
হাঁটছেন পন্থ
প্রথম ওয়ার্ম আপ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে। সেই ম্যাচ খেলার সময়ই আঙুলে চোট পান স্মৃতি। এরপরই আঙুলে মোট ব্যান্ডেজ নিয়ে বাংলাদেশের বিরুদ্ধেও খেলতে নেমেছিলেন এই তারকা ভারতীয় ওপেনার।
ভয়াবহ গাড়ি দুর্ঘটনার গুরুতর জখম হওয়ার পরই তাঁকে নিয়ে উদ্বেগের প্রহর গুনছিল গোটা ক্রিকেটবিশ্ব। প্রার্থনা করছিলেন সমস্ত প্রাক্তন, বর্তমান ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীরা। কিছুদিন আগে জানা গিয়েছিল, তাঁর হাঁটুর লিগামেন্টে সফল অস্ত্রোপচার হয়েছে।
অস্ত্রোপচারের পর প্রথমবার ঋষভ পন্থ (Rishabh Pant) নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন। এবং মুহূর্তে তা ভাইরাল হয়ে গেল।
শুক্রবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় নিজের দুটি ছবি শেয়ার করেছেন জাতীয় দলের তারকা উইকেটকিপার। তাতে দেখা যাচ্ছে, ক্রাচ নিয়ে হাঁটছেন পন্থ। পরনে সাদা রাউন্ড নেক টি শার্ট ও কালো শর্টস। ডান পায়ে হাঁটু থেকে প্রায় গোড়ালি অবধি ব্যান্ডেজ জড়ানো। সেই পায়ে চটিও পরতে পারেননি। অন্য পায়ে একটি চপ্পল পরেছেন। ছবিদুটি পোস্ট করে পন্থ লিখেছেন, 'সামনের দিকে এক পা, আরও শক্তিশালী হওয়ার দিকে এক পা, আরও ভাল থাকার দিকে এক পা...'। পন্থের সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। গোটা বিশ্বের সমস্ত ক্রিকেটপ্রেমীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। লেখালিখি শুরু হয়ে গিয়েছে, পন্থ ইজ ব্যাক। ভক্তরা প্রার্থনা করছেন, এবার ধীরে ধীরে এগিয়ে যাওয়ার পালা। সুস্থ হয়ে মাঠে নামার পালা। যদিও পন্থের ফিট হতে আরও বেশ কয়েকমাস সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: নীরজ চোপড়ার কথায় গায়ে কাঁটা দিয়েছিল, আইপিএলের নিলাম এখন পাখির চোখ বিশ্বকাপজয়ী বঙ্গকন্যার