Afghanistan In Super Eight: অঘটনের বিশ্বকাপে সুপার এইটে আফগানিস্তান, গ্রুপ থেকেই বিদায় নিউজ়িল্যান্ডের
T20 World Cup 2024: গ্রুপ সি-তে ৩ ম্যাচের তিনটিই জিতে ৬ পয়েন্ট আফগানিস্তানের। তাদের নেট রান রেট ৪.২৩০। গ্রুপ সি-র শীর্ষে রয়েছে আফগানিস্তান।
তাড়োবা: পাপুয়া নিউ গিনিকে ৭ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সুপার এইটে জায়গা করে নিল আফগানিস্তান (Afghanistan vs Papua New Guinea)। সেই সঙ্গে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই নিউজ়িল্যান্ডের বিদায় নিশ্চিত হয়ে গেল।
নতুন বলে ফজলহক ফারুকি ও নবীন উল হকের দুরন্ত স্পেল আফগানিস্তানের জয়ের ভিত গড়ে দেয়। টি-২০ ক্রিকেটে পাওয়ার প্লে-র ৬ ওভার সব দলই যত বেশি সম্ভব রান তুলে নেওয়ার চেষ্টা করে। ৩০ গজের বৃত্তের বাইরে মাত্র ৪ জন ফিল্ডার থাকার সুবিধা- নেওয়ার চেষ্টা করে সব দলই। সেখানে পাওয়ার প্লে-তেই কার্যত ম্যাচ হেরে বসে পাপুয়া নিউ গিনি। পাওয়ার প্লে-তে ৫ উইকেট হারিয়ে বসে তারা। সব মিলিয়ে চারটি রান আউটও বিরাট ধাক্কা দেয় পাপুয়া নিউ গিনিকে। প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে মাত্র ৯৫ রানে অল আউট হয়ে যায় পাপুয়া নিউ গিনি।
২৯ বল বাকি থাকতে সেই রান তুলে নেয় আফগানিস্তান। গুলবদিন নইব ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। আফগানিস্তান ম্যাচ জেতায় ২০১৪ সালের পর এই প্রথম সেমিফাইনাল পর্বের আগে কোনও বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হল নিউজ়িল্যান্ডকে।
গ্রুপ সি-তে ৩ ম্যাচের তিনটিই জিতে ৬ পয়েন্ট আফগানিস্তানের। তাদের নেট রান রেট ৪.২৩০। গ্রুপ সি-র শীর্ষে রয়েছে আফগানিস্তান।
৩ ম্যাচের তিনটিই জিতে ৬ পয়েন্ট ওয়েস্ট ইন্ডিজ়ের। রান রেটে সামান্য পিছিয়ে থাকায় আন্দ্রে রাসেলরা রয়েছেন গ্রুপের দুই নম্বরে। তবে সুপার এইটে জায়গা পাকা করে ফেলেছেন ক্যারিবিয়ানরাও। নিউজ়িল্যান্ড ২ ম্যাচ খেলে দুটিতেই হেরেছে। এখনও ২টি ম্যাচ বাকি রয়েছে কিউয়িদের। তবু সেই ২টি ম্যাচ জিতলেও সুপার এইটের দরজা খুলতে পারবেন না কেন উইলিয়ামসনরা। সেক্ষেত্রে ৪ পয়েন্টে শেষ করবে নিউজ়িল্যান্ড। যা তাদের সুপার এইটে তোলার জন্য যথেষ্ট নয়।
৯৬ রানের লক্ষ্য যে আফগানিস্তানকে বেঁধে রাখার জন্য যথেষ্ট নয়, তা বেশ বোঝা গিয়েছিল। বিশেষ করে রহমানউল্লাহ গুরবাজ় ও ইব্রাহিম জাদ্রানের আফগান ওপেনিং জুটি আগের দুই ম্যাচেই সেঞ্চুরি পার্টনারশিপ গড়ার পর। পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে অবশ্য দুজনই মাত্র ২২ রানের মধ্যে ফিরে যান। তারপরেও আফগানদের রুখে দেওয়া যায়নি। ২৯ বল বাকি থাকতে লক্ষ্যপূরণ করে তারা।