IND vs AUS Innings Highlights: রোহিত দুরমুশ করলেন কামিন্স-স্টার্কদের, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ড রান ভারতের
T20 World Cup 2024: স্টার্কের ৪ ওভারে উঠল ৪৫ রান। কামিন্সের ৪ ওভারে ৪৮। ৪১ বলে ৯২ রানের বিধ্বংসী ইনিংস রোহিতের। টি-২০ বিশ্বকাপে এটাই তাঁর সর্বোচ্চ রানের ইনিংস।
![IND vs AUS Innings Highlights: রোহিত দুরমুশ করলেন কামিন্স-স্টার্কদের, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ড রান ভারতের T20 World Cup 2024 IND vs AUS Innings Highlights India gave target of 206 runs against Australia in St Lucia IND vs AUS Innings Highlights: রোহিত দুরমুশ করলেন কামিন্স-স্টার্কদের, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ড রান ভারতের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/24/edd96668293c466341fe51baff7d04ff171924562510350_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সেন্ট লুসিয়া: বলা হচ্ছিল, তিনি টি-২০ ক্রিকেটে অচল আধুলি। কেউ কেউ আবার প্রশ্ন তুলছিলেন, বড় দলের বিরুদ্ধে বড় মঞ্চে তাঁর ব্যর্থতা নিয়ে।
সব সমালোচনার জবাব দেওয়ার জন্য রোহিত গুরুনাথ শর্মা (Rohit Sharma) বেছে নিলেন অস্ট্রেলিয়া ম্যাচকে। রোহিত গুরুনাথ শর্মা? ঠিক লেখা হল? সোশ্যাল মিডিয়ায় তো লেখালিখি শুরু হয়ে গিয়েছে, রোহিত অগ্নি-শর্মা। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার এইটের ম্যাচে যিনি অস্ট্রেলিয়ার বোলিংকে নিয়ে ছিনিমিনি খেললেন। মনে করিয়ে দেওয়া যাক, অস্ট্রেলিয়ার জার্সি পরে সোমবার সেন্ট লুসিয়াতে বল করছিলেন দুজন ফাস্টবোলার। প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। দুজনই আইপিএলে রেকর্ড দাম পেয়েছেন। স্টার্ক তো কলকাতা নাইট রাইডার্সের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে অন্যতম কারিগর।
তাঁদের নিয়ে ছিনিমিনি খেললেন রোহিত। স্টার্কের ৪ ওভারে উঠল ৪৫ রান। কামিন্সের ৪ ওভারে ৪৮। ৪১ বলে ৯২ রানের বিধ্বংসী ইনিংস রোহিতের। টি-২০ বিশ্বকাপে এটাই তাঁর সর্বোচ্চ রানের ইনিংস। ২০১০ সালের টি-২০ বিশ্বকাপে ব্রিজটাউনে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই অপরাজিত ৭৯ রান করেছিলেন রোহিত। সেটাই এতদিন ছিল টি-২০ বিশ্বকাপে মুম্বইয়ের হিটম্যানের সর্বোচ্চ ইনিংস। সেই রেকর্ড ভেঙে গেল সোমবার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত তুলল ২০৫/৫। টি-২০ বিশ্বকাপে এটাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুগ্মভাবে সর্বোচ্চ রান। ২০১২ সালের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৫/৪ তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ়। সেই রেকর্ড স্পর্শ করল ভারত। আর সেটা এল এমন একটা ম্যাচে, যা অস্ট্রেলিয়ার কাছে মরণ-বাঁচন। সেমিফাইনালে পৌঁছতে গেলে জিততেই হবে অস্ট্রেলিয়াকে। ম্যাচের আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ সাফ জানিয়েই দিলেন যে, এই ম্যাচ তাঁদের কাছে কোয়ার্টার ফাইনাল।
Innings Break!
— BCCI (@BCCI) June 24, 2024
Captain Rohit Sharma led from the front as #TeamIndia post a total of 205/5 🙌
Over to our bowlers now! 👍
Scorecard ▶️ https://t.co/L78hMho6Te#T20WorldCup | #AUSvIND pic.twitter.com/djk7WWCvI6
বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই প্রথমে ফিল্ডিং করে নেওয়ার সিদ্ধান্ত নেন মার্শ। যাতে দ্বিতীয়ার্ধে অঙ্ক কষে রান তাড়া করা যায়। শুরুতেই বিরাট কোহলিকে শূন্য রানে ফিরিয়ে অজ়ি শিবিরে আশার সঞ্চার করেছিলেন জশ হ্যাজলউড। রান পাননি ঋষভ পন্থও। ১৪ বলে ১৫ করে ফেরেন। তবে রোহিতকে থামানো যায়নি। সঙ্গত করলেন সূর্যকুমার যাদব (১৬ বলে ৩১), শিবম দুবে (২২ বলে ২৮) ও হার্দিক পাণ্ড্য (১৭ বলে অপরাজিত ২৭ রান)।
অস্ট্রেলিয়ার ব্যাটারদের সামনে এবার অগ্নিপরীক্ষা।
আরও পড়ুন: গোল করে আকাশের দিকে হাত তুলে কাকে খোঁজেন মেসি? জন্মদিনে অজানা গল্প
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)