IND vs ENG Toss Update: টস জিতে রোহিতদের প্রথমে ব্যাটিং করতে পাঠাল ইংল্যান্ড, কারা খেলছেন ভারতীয় দলে?
T20 World Cup 2024: গায়ানায় টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠালেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। রান তাড়া করার কৌশলই নিল ইংল্যান্ড।
গায়ানা: সুনীল গাওস্কর (Sunil Gavaskar) টসের ঠিক আগে বলছিলেন, কোনও অধিনায়কই হয়তো এই ম্যাচের টস জিততে চাইবেন না। কারণ, সিদ্ধান্ত নেওয়ার আগে এত ভাবনাচিন্তা করতে হবে।
সেমিফাইনালের মতো ম্যাচে বেশিরভাগ দলই চায় প্রথমে ব্যাট করে বড় স্কোর প্রতিপক্ষের সামনে দাঁড় করিয়ে দিতে। কিন্তু গায়ানার ম্যাচ যে আর পাঁচটা ম্যাচের চেয়ে আলাদা। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) দ্বিতীয় সেমিফাইনালে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) ম্যাচে রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ২০ মিনিট পরে হল টস। ১ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে শুরু হচ্ছে খেলা। ম্যাচ চলাকালীনও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। এই ধরনের ম্যাচে সব দলই চায় পরে ব্যাটিং করতে। যাতে বৃষ্টিতে ডাকওয়ার্থ লুইস নিয়ম কার্যকর হলে অঙ্ক কষে রান তাড়া করা যায়। তাই গাওস্করের উক্তি, সিদ্ধান্তের দায়িত্ব নিজের ওপর রাখতে চাইবেন না কোনও অধিনায়কই।
রোহিত শর্মা টসে হেরেই গেলেন। তাই সিদ্ধান্ত নেওয়ার ঝক্কি পোহাতে হল না তাঁকে। গায়ানায় টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠালেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। রান তাড়া করার কৌশলই নিল ইংল্যান্ড।
পরিসংখ্যান অবশ্য উদ্বেগে রাখবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। ২০২১ সাল থেকে আইসিসি টুর্নামেন্টে যে ৫ ম্যাচে হেরেছে ভারত, প্রত্যেকবারই প্রথমে ব্যাটিং করেছে ভারত। অন্যদিকে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে তিনবার পরে ব্যাট করে তিনবারই জিতেছে ইংল্যান্ড।
টস জিতে বাটলার বলেন, 'আমরা প্রথমে ফিল্ডিং করব। উইকেট দেখে ভালই লাগল। তবে বল পড়ে নীচু হতে পারে। এঅই ধরনের পরিস্থিতিতে প্রথমে ফিল্ডিং করে নিলে বোলাররা সুবিধা পেতে পারে। আমরা দারুণ একটা দলের বিরুদ্ধে খেলছি।' বাটলার জানান, আগের ম্যাচের দলে কোনও পরিবর্তন করা হয়নি।
রোহিত শর্মা বলেন, 'আমরা শুরুতে ব্যাট করে নিতেই চেয়েছিলাম। আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে। যা হওয়ার হয়ে গিয়েছে মনে হচ্ছে। আমরা বড় রান তুলে নিতে চাই। এখানকার উইকেটে ম্যাচ যত গড়ায়, তত মন্থর হয়।' আগের ম্যাচের দলে কোনও পরিবর্তন করেনি ভারতও।