ICC Ranking: শীর্ষে থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামছেন রোহিতরা, দ্বিতীয় স্থানে অজিরা
ICC T20 Ranking: দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তাঁদের ঝুলিতে রয়েছে ২৫৭ পয়েন্ট। তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। ২৫৪ পয়েন্ট রয়েছে বাটলারদের ঝুলিতে। চার নম্বর স্থানে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ।
দুবাই: টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রাখল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। আগামী ১ জুন থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে নামার আগে ক্রমতালিকায় সবার ওপরে থেকেই মাঠে নামতে চলেছে রোহিত শর্মার দল। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারত ২৬৪ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে। ১২,৪১০ পয়েন্ট রয়েছে এই মুহূর্তে ভারতীয় দলের। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তাঁদের ঝুলিতে রয়েছে ২৫৭ পয়েন্ট। তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। ২৫৪ পয়েন্ট রয়েছে বাটলারদের ঝুলিতে। চার নম্বর স্থানে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের ঝুলিতে রয়েছে ২৫২ পয়েন্ট। এরপরের তিনটি স্থানে রয়েছে নিউজিল্যান্ড (২৫০), পাকিস্তান (২৪৪) ও দক্ষিণ আফ্রিকা (২৪৪) পয়েন্ট। ২০১২, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পয়েন্ট টেবিলে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগে রয়েছেন ক্যারিবিয়ানরা।
ওয়ান ডে বিশ্বকাপে গত বছর যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। অথচ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে একমাত্র দল যারা ২ বার চ্যাম্পিয়ন হয়েছে। আগামী ২ জুন পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। তার আগে ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেই সিরিজে ৩-০ ব্য়বধানে জয় ছিনিয়ে নিয়েছিল ক্যারিবিয়ানরা। যার ফলেই ক্রমতালিকায় চারে উঠে এসেছে রাসেলের দেশ।
উল্লেথ্য, বাংলাদেশের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্য়াচে প্রথমে নামার কথা ভারতীয় ক্রিকেট দলের। সেই ম্যাচের আগে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। দিন দুয়েক আগেই নিউ ইয়র্কে পৌঁছে গিয়েছে ভারতীয় দলের বড় একটা অংশ। বিরাট কোহলি, রিঙ্কু সিংহরা এখনও আসেননি। তবে অধিনায়ক রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, অর্শদীপ সিংহ-সহ অনেকেই পৌঁছে গিয়েছেন মার্কিন মুলুকে। সঙ্গে কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, বোলিং কোচ পারস মামব্রে সহ বাকি সাপোর্ট স্টাফেরাও। হার্দিক পাণ্ড্য়ও শুরুতে দলের সঙ্গে না এলেও পরে দলের সঙ্গে যোগ দিয়েছেন অনুশীলনে। তাঁকে নিয়ে এমনিতেই চর্চা চারিদিকে। বিশ্বকাপের মঞ্চে হার্দিকের পারফরম্য়ান্স নিয়েও যে কাঁটাছেড়া হবে তা নিশ্চিত।
আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্য়াচ ভারতের। এরপর ৯ তারিখ পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ। এরপর ১২ তারিখ যুক্তরাষ্ট্র ও গ্রুপের শেষ ম্য়াচে ১৫ তারিখ সামনে কানাডা।