IND vs AFG: প্রাক্তন ক্রিকেটারের মৃত্যুতে শোকবিহ্বল রোহিত-কোহলিরা, মাঠে নামলেন কালো আর্মব্যান্ড পরে
T20 World Cup: কর্নাটকে নিজের বাড়ির চার তলার ব্যালকনি থেকে পড়ে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার ডেভিড জনসনের (David Johnson)।
ব্রিজটাউন: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) মাঝেই শোকের আবহ ভারতীয় ক্রিকেটে। কর্নাটকে নিজের বাড়ির চার তলার ব্যালকনি থেকে পড়ে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার ডেভিড জনসনের (David Johnson)। মাত্র ৫২ বছর বয়সে। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট। প্রাক্তন তারকাকে শ্রদ্ধা জানানোর জন্য বৃহস্পতিবার ব্রিজটাউনে আফগানিস্তানের বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে রোহিত শর্মা, বিরাট কোহলিরা নামলেন কালো আর্মব্যান্ড পরে।
কর্নাটকের প্রাক্তন ক্রিকেটার ডেভিড জাতীয় দলের হয়ে ২টি টেস্ট খেলেছিলেন। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে নিজের অ্য়াপার্টমেন্টের চারতলার ব্যালকনি থেকে পড়ে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় তাঁর। তিনি দুর্ঘটনাবশত পড়ে গিয়েছেন নাকি, তাঁকে খুন করা হয়েছে, তা নিয়ে চর্চা চলছে। পাশাপাশি তিনি আত্মহত্যা করেছেন কি না, তা নিয়েও রয়েছে জল্পনা।
Deepest condolences to family and friends of our former Indian fast bowler David Johnson. His contributions to the game will always be remembered 🙏
— Jay Shah (@JayShah) June 20, 2024
Team India will wear black armbands today in memory of former Indian fast bowler David Johnson, who passed away on Thursday. pic.twitter.com/dhFiwjnWSs
— BCCI (@BCCI) June 20, 2024
ডেভিডের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেটমহল। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন। পাশাপাশি শোকজ্ঞাপন করেছেন অনিল কুম্বলেও। কিংবদন্তি কুম্বলে রাজ্য দলে দীর্ঘদিন খেলেছেন জনসনের সঙ্গে। কুম্বলে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আমার সতীর্থ ডেভিড জনসনের মৃত্যুর খবরে শোকস্তব্ধ। ওর পরিবারকে সহমর্মিতা জানাই। খুব তাড়াতাড়ি চলে গেলি বেনি (জনসনের ডাকনাম)।'
দীর্ঘদিন জনসনের সঙ্গে খেলেছেন ডোড্ডা গণেশ। জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বলেছেন, 'বিশ্বাসই হচ্ছে না এই খবর। টেনিস বলে যখন ক্রিকেট খেলতাম, সেই থেকে জনসনের সঙ্গে একসঙ্গে। জয় কর্নাটক বলে একটি ক্লাব দলের হয়ে দুজনে একসঙ্গে খেলতাম। ওর এই পরিণতি মেনে নিতে পারছি না।'
আরও পড়ুন: রহস্যজনক মৃত্যু প্রাক্তন তারকার, শোকের ছায়া ভারতীয় ক্রিকেটে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।