David Johnson Death: রহস্যজনক মৃত্যু প্রাক্তন তারকার, শোকের ছায়া ভারতীয় ক্রিকেটে
Indian Cricket Team: মানসিকভাবে ভেঙে পড়েছেন অনিল কুম্বলের মতো কিংবদন্তি থেকে শুরু করে ডোড্ডা গণেশের মতো প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।
বেঙ্গালুরু: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার এইটে বৃহস্পতিবারই নামছে ভারত। প্রতিপক্ষ আফগানিস্তান। যে ম্যাচকে ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। সেমিফাইনালে যাওয়ার অঙ্ক কষতে শুরু করে দিয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও।
আর সেই আবহেই আচমকা এমন একটা খবর আছড়ে পড়ল ভারতীয় ক্রিকেটমহলে (Indian Cricket Team) যে, শোকস্তব্ধ ক্রিকেটপ্রেমীরা। মানসিকভাবে ভেঙে পড়েছেন অনিল কুম্বলের মতো কিংবদন্তি থেকে শুরু করে ডোড্ডা গণেশের মতো প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।
বৃহস্পতিবার সকালে জানা যায়, ভারতের প্রাক্তন ক্রিকেটার ডেভিড জনসনের (David Johnson) রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি নিজের অ্যাপার্টমেন্টের চার তলার ব্যালকনি থেকে পড়ে মারা গিয়েছেন। যদিও তাঁর মৃত্যুর ধরন নিয়ে ধোঁয়াশা রয়েছে। কেউ কেউ বলছেন, আত্মহত্যাও করে থাকতে পারেন ডেভিড।
প্রাক্তন পেসার জনসন ভারতের হয়ে ১৯৯৬ সালে দুটি টেস্ট ম্যাচ খেলেছেন। তিনটি উইকেট পেয়েছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫২ বছর। কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থা (KSCA) থেকে সংবাদসংস্থা পিটিআইকে ডেভিড জনসনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। কেএসসিএ-র এক কর্তা বলেছেন, 'আমাদের জানানো হয়েছে চার তলা অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে জনসনের। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকেরা জানান যে, আগেই তাঁর মৃত্যু হয়েছে।' স্ত্রী ও দুই সন্তান রয়েছে প্রয়াত প্রাক্তন ক্রিকেটারের।
রাজ্য দলে দহোক বা জাতীয় দলে, জনসনের সঙ্গে খেলেছেন অনিল কুম্বলে, জাভাগাল শ্রীনাথ, বেঙ্কটেশ প্রসাদ, ডোড্ডা গণেশরা। তাঁর মৃত্যুতে স্বজনহারানোর শোক প্রত্যেকের। কুম্বলে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আমার সতীর্থ ডেভিড জনসনের মৃত্যুর খবরে শোকস্তব্ধ। ওর পরিবারকে সমবেদনা জানাই। খুব তাড়াতাড়ি চলে গেলি বেনি (জনসনের ডাকনাম)।'
Saddened to hear the passing of my cricketing colleague David Johnson. Heartfelt condolences to his family. Gone too soon “ Benny”!
— Anil Kumble (@anilkumble1074) June 20, 2024
শোকপ্রকাশ করেছেন বোর্ড সচিব জয় শাহও। লিখেছেন, 'ক্রিকেটে ওঁর অবদান আজীবন মনে রাখা হবে।'
Deepest condolences to family and friends of our former Indian fast bowler David Johnson. His contributions to the game will always be remembered 🙏
— Jay Shah (@JayShah) June 20, 2024
আরও পড়ুন: ভারতীয় ফুটবলের মসনদে প্রাক্তন ইস্টবেঙ্গল কোচ! লিস্টনদের কোচ হতে আগ্রহী ট্রেভর মর্গ্যান?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।