T20 World Cup: পাকিস্তানের টি-২০ বিশ্বকাপের দলে আমির, কোহলির সঙ্গে দ্বৈরথ নিয়ে এখন থেকেই বাড়ছে আঁচ
Pakistan Cricket Team: অপেক্ষার অবসান। অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20I World Cup) দল ঘোষণা করল পাকিস্তান (Pakistan)।
লাহৌর: অপেক্ষার অবসান। অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20I World Cup) দল ঘোষণা করল পাকিস্তান (Pakistan)। ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকায় আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান দলে সবচেয়ে বড় চমক, পনেরো জনের দলে মহম্মদ আমিরের (Mohammad Amir) জায়গা পাওয়া। সেই সঙ্গে জায়গা করে নিয়েছেন ইমাদ ওয়াসিমও (Imad Wasim)।
দল ঘোষণা নিয়ে নাটকও হয়েছে। বিতর্কের কেন্দ্রে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। পাকিস্তানের এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিশ্বকাপের দলে জায়গা পাওয়া ক্রিকেটারদের নাম নিয়ে কোনও প্রশ্ন ছিল না নকভির। কিন্তু দল ঘোষণার আগে তাঁর সঙ্গে বৈঠক করেননি নির্বাচকেরা, এমনই অভিযোগ করেন নকভি। যে কারণে নকভি সাংবাদিক বৈঠক করেবন না বলে জানান। পরে অবশ্য ১৫ সদস্যের দল ঘোষণা করেন নির্বাচকেরা। বিতর্কের অবসান হয়।
প্রত্যাশামতোই দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে বাবর আজ়মকে। পাশাপাশি পাঁচজন এমন ক্রিকেটার দলে আছেন, যাঁদের এটাই হবে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমির ও ইমাদ ওয়াসিম, দুজনই অবসর ভেঙে ফিরেছেন সম্প্রতি। জাতীয় দলের হয়ে খেলেওছেন। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও জায়গা করে নিলেন।
দল থেকে বাদ পড়েছেন হাসান আলি, সলমন আলি আঘা ও মহম্মদ ইরফান। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দলে রয়েছেন তিনজনই। তবে বিশ্বকাপের জন্য কোনও রিজার্ভ প্লেয়ারের তালিকা বা স্ট্যান্ড বাই হিসাবে কারও নাম ঘোষণা করা হয়নি। ৬ জুন ডালাসে আমেরিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে পাকিস্তান।
Our fans unveil Pakistan's squad for the ICC Men's #T20WorldCup 2024 in the West Indies & USA 🇵🇰🤩
— Pakistan Cricket (@TheRealPCB) May 24, 2024
Let's go, team! 🙌#WeHaveWeWill | #BackTheBoysInGreen pic.twitter.com/7nsJwPtyn0
পাকিস্তানের ঘোষিত দল: বাবর আজম (অধিনায়ক), সঈম আয়ুব, মহম্মদ রিজ়ওয়ান (উইকেটকিপার), ফখর জামান, আজম খান (উইকেটকিপার), উসমান খান, ইফতিকার আমেদ, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, মহম্মদ আমির, আব্বাস আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ ও আব্রার আমেদ।
আরও পড়ুন: স্নাতকোত্তর হলেন সারা, মেয়ের দারুণ রেজাল্টে উচ্ছ্বসিত বাবা, কী নিয়ে পড়াশোনা সচিন-কন্যার?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।