T20 World Cup: যুক্তরাষ্ট্রের এই মাঠেই খেলা হবে ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্য়াচ?
IND vs PAK: দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হওয়ার পর থেকে আইসিসি ইভেন্টেই একমাত্র এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশকে মাঠের লড়াইয়ে দেখা যায়। রোহিত শর্মার দলের বিরুদ্ধে বাবর আজমের দল খেলতে নামবে আগামী ৬ জুন।
নিউ ইয়র্ক: আগামী ১ জুন থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপম(T20 World Cup 2024)। আর সেই টুর্নামেন্টেই ফের একবার ২২ গজে দেখা যাবে ভারত-পাক (India vs Pakistan) ডুয়েল। দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হওয়ার পর থেকে আইসিসি ইভেন্টেই একমাত্র এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশকে মাঠের লড়াইয়ে দেখা যায়। রোহিত শর্মার দলের বিরুদ্ধে বাবর আজমের দল খেলতে নামবে আগামী ৯ জুন। সেই খেলাটি আয়োজিত হবে যুক্তরাষ্ট্রের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। স্থানীয় তাহোমা 31 বার্মুডা ঘাসে তৈরি এখানকার পিচ। এক নজরে দেখে নেওয়া যাক এই মাঠের সম্পর্কে কিছু অজানা তথ্য-
এই মাঠের পিচগুলোর তত্ত্ববধানে রয়েছে অ্যাডিলেড ওভাল টার্ফ সলিউশন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক স্পোর্টস টার্ফ বিশেষজ্ঞ ল্যান্ডটেক গ্রুপ। নিউ ইয়র্কের এই ভেনুতে মোট চারটি পিচ তৈরি করা হয়েছে। বাকিগুলো ফ্লোরিডা ও টেক্সাসের আশে পাশে হবে। এখান মাঠ পর্যবেক্ষণ ও পিচ পরিচর্চার পুরো বিষয়টি অ্যাডিলেড ওভাল টার্ফ সলিউশনস দল করবে। এই নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি ৩৪ হাজার দর্শকাসন বিশিষ্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্য়াচ ছাড়াও এই মাঠে যে যে খেলাগুলো হবে, প্রতিটি ম্য়াচের টিকিটের মূল্য যা নেওয়া হবে, তাতে খাবার ও পানীয় অন্তর্ভূক্ত থাকবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিশিয়াল ওয়েবসাইট থেকে টিকিট পেয়ে যাবেন ক্রিকেটপ্রেমীরা।
আগামী ৩ জুন শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা ম্য়াচ হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই ম্য়াচটিই এই মাঠে খেলা প্রথম ম্য়াচ। গ্রুপ ডি-তে এই ম্য়াচটি হবে। আইসিসির হেড অফ ইভেন্ট ক্রিস টেটলি জানিয়েছেন, ''নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের শেষ পর্যায়ের কাজ হচ্ছে। আমরা চেষ্টা করেছি উন্নতমানের যাবতীয় সুবিধে যাতে পাওয়া যায় এখানে, তার ব্যবস্থা করা। এছাড়াও পিচে গতি ও বাউন্সের কথাও মাথায় রাখা হয়েছে। ব্যাটাররাও যাতে রান পান, সেদিকটাও নজর রাখা হয়েছে। বিশ্বের নামকড়া ক্রিকেটাররা এখানে খেলতে নামবেন। তাই সমর্থকদের উন্মাদনার বিষয়টাও আমাদের মাথায় আছে। টুর্নামেন্ট শুরু করার জন্য আমরা মুখিয়ে আছি।''
ভারতীয় দল আগামী ৫ জুন টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করবে। প্রথম ম্য়াচে তাদের প্রতিপক্ষ আযারল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ এ-তে রয়েছে ভারতীয় দল। একই গ্রুপে পাকিস্তান ছাড়াও রয়েছে আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন: 'দয়া করে আমাদের ছেড়ে আর যাবেন না', গম্ভীরকে কাছে পেয়েই কেঁদেই ফেললেন সমর্থক