Ranji Trophy: ১০ ও ১১ নম্বরে ব্যাটে নেমে তুষার-তনুষের শতরান, রঞ্জিতে সর্বকালীন রেকর্ড দেশপাণ্ডের
Ranji Trophy 2024: তুষার, তনুষের দৌরাত্ম্যেই ম্যাচ ড্র হলেও, প্রথম ইনিংসে লিডের সুবাদে বঢ়োদাকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছল মুম্বই।
মুম্বই: রঞ্জি ট্রফির (Ranji Trophy 2024) কোয়ার্টার ফাইনাল বঢ়োদার মুখোমুখি হয়েছিল রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বই। দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড গড়ে মুম্বইকে সেমিফাইনালে তুললেন তনুষ কোতিয়ান (Tanush Kotian) এবং তুষার দেশপাণ্ডে (Tushar Deshpande)। তবে বল হাতে না, ব্যাট হাতে জেতালেন মুম্বইয়ের ১০ ও ১১ নম্বর ব্যাটার। উভয়ই হাঁকালেন দুরন্ত শতরান। এই দুই তরুণের দৌরাত্ম্যেই ম্যাচ ড্র হলেও, প্রথম ইনিংসে লিডের সুবাদে সেমিফাইনালে পৌঁছল মুম্বই।
ক্লান্ত বঢ়োদা বোলিং আক্রমণের বিরুদ্ধে ১২৯ বলে ১২০ রানের ইনিংস খেললেন তিনি। অপরদিকে তুষার করেন ১২৯ বলে ১২৩ রান। মাত্র দ্বিতীয়বার প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ ও ১১ নম্বর ব্যাটার শতরান হাঁকালেন। ১৯৪৬ সালে ভারতের ইংল্যান্ড সফরে শুতে বন্দোপাধ্যায় এবং চন্দু সারওয়াতে একমাত্র জুটি যারা ১০ ও ১১-তে ব্যাট করে শতরান হাঁকিয়েছিলেন। দুইজনে মিলে দশম উইকেটে ২৩২ রান যোগ করেন। জুটি হিসাবে অল্পের জন্য রঞ্জির সর্বকালীন দশম উইকেট পার্টনারশিপ রেকর্ড হাতছাড়া করলেও, তুষার ১১ নম্বর ব্যাটার হিসাবে রঞ্জিতে সর্বকালীন সর্বোচ্চ রান করলেন।
ব্রান্দা কুর্লা কমপ্লেক্সে আয়োজিত ম্যাচে প্রথমে ব্যাট করে এই ম্যাচে মুম্বই প্রথম ইনিংসে বোর্ডে ৩৮৪ রান তোলে। সৌজন্যে সরফরাজ খানের ভাই মুশির খান। সদ্য অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলে ফেরা মুশির কেরিয়ারের প্রথম দ্বিশতরান হাঁকান এই ম্যাচে। ১৪২ রানের মধ্যে ৫ উইকেট পড়ে গিয়েছিল মুম্বইয়ের। সেখান থেকে দলকে বিপন্মুক্ত করেন ১৮ বছরের মুশীর। নিজের চতুর্থ প্রথম শ্রেণির ম্যাচে। ১৮টি চারে সাজানো ইনিংসে মুশির ২০৩ রান করেন। তবে সিংহভাগ মুম্বই ব্যাটার ব্যর্থ হওয়ায় দল ৩৮৪ রানের বেশি তুলতে পারেনি। বঢোদরার হয়ে ভার্গভ ভট্ট সাত উইকেট নেন।
জবাবে বিষ্ণু সোলাঙ্কি ও শাশ্বত রাওয়াতের যথাক্রমে ১৩৬ ও ১২৪ রানের ইনিংসের সৌজন্যে বঢোদরার ৩৪৮ রান তোলে বোর্ডে। দ্বিতীয় ইনিংসে মুম্বইয়ের হয়ে হার্দিক তামোরে ওপেনিং করার সুযোগ পেয়ে ১১৪ রানের ইনিংস খেলেন। পৃথ্বী শ মিডল অর্ডারে ব্যাট করে ৮৭ রান করেন। ৩৩৭ রানে নয় উইকেট হারিয়ে ফেলেছিল মুম্বই। তারপরেই আসে তুষার, তনুষের অনবদ্য পার্টনারশিপ। ৫৬৯ রান তোলে মুম্বই।
তুষারদের ইনিংস মুম্বইয়ের সেমিতে যাওয়া কার্যত নিশ্চিত করে দিয়েছিল। হলও তাই। দ্বিতীয় ইনিংসে বঢোদরা মাত্র ৩০ ওভার ব্যাটিং করার সুযোগ পায়। প্রথম ইনিংসের লিড মুম্বইকে সেমিফাইনালে পৌঁছে দেয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: IPL-এও কি দেখা যাবে না কোহলিকে ! জল্পনা উস্কে কী বললেন গাওস্কর?