Gavaskar on Kohli: IPL-এও কি দেখা যাবে না কোহলিকে ! জল্পনা উস্কে কী বললেন গাওস্কর?
Virat Kohli: সদ্যই দ্বিতীয়বার বাবা হওয়া বিরাট কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।
নয়াদিল্লি: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় থেকে ব্যক্তিগত কারণে নাম সরিয়ে নিয়েছিলেন সদ্যই দ্বিতীয়বারের জন্য বাবা হওয়া বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর মাঠে ফেরার দিনক্ষণ প্রসঙ্গে নিশ্চিতভাবে কিছু জানা না গেলেও, আশা করা হচ্ছে আসন্ন আইপিএলেই (IPL 2024) তিনি প্রত্যাবর্তন ঘটাবেন। তবে সম্প্রতি সুনীল গাওস্করের (Sunil Gavaskar) এক মন্তব্যের পর হঠাৎই বিরাটকে নিয়ে শুরু হয়েছে জল্পনা।
২২ মার্চ থেকে এই বছরের আইপিএল শুরু হবে। দীর্ঘদিন ধরেই মাঠে বাইরে রয়েছন কোহলি। ৩৫ বছর বয়সি তারকা কি তাই বাড়তি উদ্যম এবারের আইপিএলে মাঠে নামবেন? সম্প্রতি গাওস্করকে এই প্রশ্ন করা হলে জবাবে প্রাক্তন ভারতীয় অধিনায়ক জল্পনা উস্কে বলেন, 'ও কি আদৌ খেলবে...কিছু কারণবশত ও তো সম্প্রতি খেলছে না। তাই হতে পারে হয়তো আইপিএলেও খেলবে না।'
প্রসঙ্গত, সম্প্রতি ভারতীয় বোর্ডের তরফে আইপিএলের সূচি ঘোষণা করা হয়েছে। তবে গোটা টুর্নামেন্টের সূচি নয়, মেগা টুর্নামেন্টের প্রথম ২১টি ম্যাচের সূচিই আপাতত জানানো হয়েছে। লোকসভা ভোটের নির্ঘণ্ট দেখেই ঘোষণা করা হবে ২০২৪ সালের আইপিএলের বাকি ম্যাচগুলির সূচি।
টুর্নামেন্টে শুরুর দিনই মাঠে নামছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মাঠে নামছে। প্রতিপক্ষ গত বারের চ্যাম্পিয়ন, মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। কলকাতা নাইট রাইডার্সের মাঠে নামবে টুর্নামেন্টের দ্বিতীয় দিন। ইডেন গার্ডেন্সে ২৩ মার্চ নাইটদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।
আইপিএলের মাধ্যমে কোহলির পাশাপাশি আরেক ভারতীয় তারকা ক্রিকেটার হার্দিক পাণ্ড্যরও প্রত্যাবর্তন ঘটানোর কথা। বিশ্বকাপের পর থেকে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন হার্দিক। তবে মেগা টুর্নামেন্টের কাঙ্খিত প্রত্যাবর্তন ঘটালেন তারকা অলরাউন্ডার। সোমবার মুম্বইয়ে ডি ওয়াই পাটিল টি-টোয়েন্টি কাপে ম্যাচ খেললেন হার্দিক। বিপিসিএলের বিরুদ্ধে রিলায়েন্স ওয়ান দলকে নেতৃত্বও দেন হার্দিক। ম্যাচে ২ উইকেটে জিতেছে হার্দিকের দল।
সোমবারের ম্যাচে হার্দিক ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করেছেন। বেলা ১১টায় শুরু হয়েছিল ম্যাচ। ৩ ওভার মিডিয়াম পেস বোলিং করে ২২ রান খরচ করে দুটি উইকেটও নেন হার্দিক। যার থেকে বোঝা যায়, তিনি ফিট হয়ে উঠেছেন। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএলে সম্পূর্ণ ফিট হার্দিক পাণ্ড্যর দিকে কিন্তু ভারতীয় সমর্থকরা নজর রাখবেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: আইপিএল শুরুর আগে ফিটনেস ফিরে পেতে জিমে কড়া কসরত ঋষভ পন্থের, ভাইরাল ভিডিও