Asia Cup 2026: স্পনসর মেলেনি এখনও, কােন জার্সি পরে এশিয়া কাপে নামতে চলেছে ভারতীয় দল?
Indian Cricket Team: কে হবে ভারতীয় দলের প্রথম স্পনসর, তা এখনও ঠিক হয়নি। বিসিসিআই জাতীয় ক্রিকেট দলের টাইটেল স্পনসরশিপের জন্য বিড আহ্বান করা হয়েছে।

মুম্বই: আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরশাহিতে বসতে চলেছে টুর্নামেন্টেরসর। সূত্রের খবর, Dream 11 ছিল ভারতীয় দলের স্পনসর। কিন্তু কিছুদিন আগেই তাঁদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে ড্রিম ইলেভেনের। কে হবে ভারতীয় দলের প্রথম স্পনসর, তা এখনও ঠিক হয়নি। বিসিসিআই জাতীয় ক্রিকেট দলের টাইটেল স্পনসরশিপের জন্য বিড আহ্বান করা হয়েছে। কিন্তু এশিয়া কাপে কোনও স্পনসর ছাড়াই মাঠে নামছেন সূর্যকুমার, গিলরা।
লোকসভায় সদ্যই প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল ২০২৫ পাশ হয়েছে। এই বিল পাশ হওয়ার ফলে একাধিক গ্যাম্বলিং অ্যাপ বন্ধ হয়েছে। বিসিসিআইয়ের সঙ্গে ভারতীয় দলের জার্সির প্রাথমিক স্পনসর হিসাবেও ড্রিম ১১-র চুক্তি ভঙ্গ করা হয়েছে। এর ফলে আপাতত টিম ইন্ডিয়ার কোনও জার্সি স্পনসরই নেই। অবশ্য আজই এই বিষয়ে ভারতীয় বোর্ডের তরফে আবেদনপত্র জমা দেওয়ার জন্য বলা হয়েছে। তবে এশিয়া কাপের সবটা সামলে জার্সিতে স্পনসর লাগিয়ে আদৌ সম্ভব কি না, সেই নিয়ে সংশয় রয়েছে।
ছন্দেই সূর্যকুমার যাদব
ভারতীয় দলের অধিনায়ক সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তাঁকে দুরন্ত ছন্দে দেখা যায়। সেই ভিডিওর ক্যাপশনে সূর্য লেখেন, 'শেষবেলার প্রস্তুতি'। সেই ভিডিওতে একেবারে চেনা ভঙ্গিমায় দারুণ ছন্দে দেখা যায় সূর্যকে। কব্জির মোচড়ে ফ্লিক, এগিয়ে এসে কভার ড্রাইভ, স্কোয়ার কাট, কোন শট না খেললেন না ভারতের '৩৬০ ডিগ্রি' ক্রিকেটার।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই কুড়ির ফর্ম্য়াটে ভারতীয় দলের নেতৃত্বভার সামলাচ্ছেন। তাঁর নেতৃত্বে টি-টোয়েন্টিতে দ্বিপাক্ষিক সিরিজেও দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে ভারতীয় দল। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে টিম ইন্ডিয়া নিজেদের ঘরের মাঠে। সেই টুর্নামেন্টেও সূর্যকুমারের নেতৃত্বেই খেলতে নামবে দল। গিলকে এশিয়া কাপে সহ অধিনায়ক হিসেবে দেখা যাবে। ২০২৪ শ্রীলঙ্কা সফৎের পরকুড়ির ফর্ম্য়াটে জাতীয় দলে ফিরেছেন গিল।




















