Virat Kohli: একই দিনে সচিন, পন্টিংকে পিছনে ফেললেন কোহলি, পাকিস্তান ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন বিরাট
IND vs PAK: কোহলির অপরাজিত ১০০ রানের ইনিংসে পাকিস্তানকে ছয় উইকেট ও ৪৫ বল বাকি থাকতেই পরাজিত করে ভারত।

দুবাই: বিরাট কোহলির মাঠে নামা মানেই রেকর্ডের ছড়াছড়ি। রবিবাসরীয় দুবাইয়ে ফের একবার নয়া ইতিহাস রচনা করলেন বিরাট কোহলি (Virat Kohli)। শুধু রেকর্ড গড়াই নয়, একইদিন দুই মহারথী সচিন তেন্ডুলকর ও রিকি পন্টিংকে পিছনে ফেললেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে বড় রান করতে ব্যর্থ হওয়ার পর তাঁকে তীব্র সমালোচনায় বিদ্ধ হতে হয়েছিল। তবে তিনি মুখে নয়, ব্যাট হাতেই সব সমালোচকদের জবাব দিলেন। দুবাই আন্তর্জাতিক মাঠে রবিবাসরীয় রাতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) হাঁকালেন এক চোখধাঁধানো শতরান। শুধু যে সেঞ্চুরি হাঁকালেন তাই নয়, দলকে ম্যাচও জিতিয়েই মাঠ ছাড়লেন কোহলি। তাঁর অপরাজিত সেঞ্চুরি ইনিংসেই তৈরি হল ইতিহাস।
সেঞ্চুরি ইনিংসের সুবাদে কোহলি ১৪ হাজার ওয়ান ডে রানের গণ্ডি পার করে ফেললেন। সচিন তেন্ডুলকর ও কুমার সঙ্গকারার পর মাত্র তৃতীয় ব্যাটার হিসাবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। তবে সচিন ১৪ হাজার ওয়ান ডে রান করতে নিয়েছিলেন ৩৫০টি ইনিংস, কোহলি নিলেন ২৮৭ ইনিংসে। এই ইনিংসের সুবাদেই রিকি পন্টিংকে পিছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সব ফর্ম্যাট মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে গেলেন তিনি। পন্টিংয়ের ২৭,৪৮৩ রানের গণ্ডি পার করে ফেললেন তিনি। এক্ষেত্রেও তাঁর সামনে কেবল সচিন ও সঙ্গকারা।
A rollicking 💯 in an age-old rivalry from Virat Kohli 🫡#ChampionsTrophy #PAKvIND ✍️: https://t.co/O9lMfFTkQy pic.twitter.com/58uoVGIXBD
— ICC (@ICC) February 23, 2025
এদিন রোহিত শর্মা শাহিন আফ্রিদির দুরন্ত ইয়র্কারে উইকেট হারানোর পরে মাঠে নেমেছিলেন কোহলি। নতুন বল হাতে চার বছর আগে দুবাইয়ের এই মাঠেই কিন্তু শাহিন আফ্রিদির এক ঘাতক স্পেল ভারতীয় ব্যাটিং লাইন আপে চিড় ধরিয়েছিল। রবিবার যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়, তা সুনিশ্চিত করার দায়িত্ব ছিল কোহলির কাঁধে। তিনি তা দারুণভাবেই করলেন।
এটাই কিন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে কোহলির প্রথম সেঞ্চুরি। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ৯৬ রানের ইনিংস ছিল এই টুর্নামেন্টে বিরাট কোহলির সর্বোচ্চ স্কোর। তবে সম্ভবত নিজের শেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরির খরা কাটাবেন কোহলি, তাঁর অনুরাগীরা এমনটাই আশা করছিলেন। তিনি কিন্তু তাঁদের হতাশ করলেন না। ভারতীয় সমর্থকরা চাইবেন আসন্ন ম্যাচগুলিতেও যেন এভাবেই কোহলির ব্যাট কথা বলে।
আরও পড়ুন: চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ে সৌভ্রাতৃত্বের ছবি, ভারত-পাকিস্তান ম্যাচে মন জিতলেন বিরাট, বাবর




















