IND vs BAN 2nd Test: ফের স্পিন জালে ফেঁসে গেলেন কোহলি! কানপুর টেস্টের আগে বিরাটের ফর্ম নিয়ে উদ্বেগ
Virat Kohli: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে কোহলি যথাক্রমে ছয় ও ১৭ রানের ইনিংস খেলেছিলেন।
কানপুর: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে বড় রান আসেনি ব্যাট খকে। কানপুরে দ্বিতীয় টেস্টে (IND vs BAN 2nd Test) ভাগ্য বদলের আশায় মাঠে নামবেন বিরাট কোহলি (Virat Kohli)। তবে তাঁব আহগে অনুশীলনে কোহলির ব্যাটিং কিন্তু দশর্কদের উদ্বেগের বড় কারণ।
কোহলি যখনই মাঠে নামেন, তখনই তাঁর থেকে প্রত্যাশা থাকবে, এটাই স্বাভাবিক। তবে কানপুরে ম্যাচ দ্বিতীয় টেস্টের আগে নেটে 'কিং'-র ব্যাটিং দেখে কেউই খুব একটা আশাবাদী হবেন না। ডাডেজার বিরুদ্ধে কোহলি ইনসাইড আউট শট মারতে গিয়ে পরপর তিনবার নেটে বল মিস করেন। কোহলি নিজেও ক্ষুব্ধ হন। এছাড়া অক্ষর পটেল তো কোহলিকে বোল্ডই তরে জেন।
Virat Kohli in today's practice session at Kanpur 🔥 pic.twitter.com/df7oDOjUbT
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) September 25, 2024
অতীতেও বারংবার কোহলির স্পিন খেলার দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে, উপরন্তু, নেটে এমন ঘটনা কিন্তু ভারতীয় সমর্থকদর জন্য উদ্বেগেরই বটে।বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে কোহলি যথাক্রমে ছয় ও ১৭ রানের ইনিংস খেলেছিলেন। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশি স্পিন বোলার মেহেদি হাসানের বলেই এলবি হন 'কিং কোহলি'।
মতান্তরে বর্তমান বিশ্বের সেরা ব্যাটারের নাম বিরাট। তবে তাঁর সাম্প্রতিক পরিসংখ্যানই, কোহলির স্পিনের বিরুদ্ধে দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে গত ২০২১ সালের পর থেকে কোহলি মোট ১৮ বার প্রতিপক্ষের স্পিনারের বলে সাজঘরে ফিরেছেন। যশপ্রীত বুমরাকে সামলাতেও বেশ নাজেহাল হতে হয়েছে তাঁকে সেই কথা মাথায় রেখেই সম্ভবত অনুশীলনে দীর্ঘ সময় স্পিনারদের বিরুদ্ধে ঘাম বরান কোহলি।
Virat Kohli in today's practice session at Kanpur 🔥 pic.twitter.com/df7oDOjUbT
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) September 25, 2024
পাশাপাশি অনুশীলনের সময় সতীর্থদের সঙ্গে ফুটবলও খেলেন। তবে তাঁর খারাপ ফর্ম যে উদ্বেগের কারণ, তা বলাই বাহুল্য। এদিনও অনুশীলনে অক্ষর পটেল কোহলির উইকেট ছিটকে দেন। শেষমেশ কানপুরে কোহলির ব্যাট জ্বলে উঠে কি না, সেইদিকেই তাকিয়ে এখন গোটা দেশের ক্রীড়াপ্রেমীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।