Virat Kohli Records: ঘরের মাঠে বিরাট রেকর্ড, আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৫ হাজার রান কোহলির
Border-Gavaskar Trophy: লাঞ্চের পর ক্যাপ্টেন রোহিত ফিরে যান। এরপরই ক্রিজে আসেন কোহলি। ৭ রান দূরে ছিলেন বিরাট নিজের ২৫ হাজার আন্তর্জাতিক রান পূরণ করার ক্ষেত্রে।
কোটলা: বিরাট কোহলি মাঠে নামা মানেই রেকর্ড। এবারও তার ব্যতিক্রম হল না। দিল্লির ফিরোজ শাহ কোটলায় নিজের ঘরের মাঠে খেলতে নেমে ফের রেকর্ড বিরাট কোহলির। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৫ হাজার রান করার নজির গড়লেন প্রাক্তন ভারত অধিনায়ক। কোটলা টেস্টে ভারতের জয়ের জন্য লক্ষ্যমাত্রা ছিল ১১৫ রান। সেই রান তাড়া করতে নেমে লাঞ্চের আগে রাহুলের উইকেট হারায় ভারত। লাঞ্চের পর ক্যাপ্টেন রোহিত ফিরে যান। এরপরই ক্রিজে আসেন কোহলি। ৭ রান দূরে ছিলেন বিরাট নিজের ২৫ হাজার আন্তর্জাতিক রান পূরণ করার ক্ষেত্রে।
বিরাট এক্ষেত্রে টপকে গেলেন সচিন তেন্ডুলকরকে। ৫৭৭ ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রান পূরণ করেছিলেন সচিন তেন্ডুলকর। সেখানে ৫৪৯ ইনিংস খেলে এই মাইলস্টোন ছুলেন প্রাক্তন ভারত অধিনায়ক। বিরাট ও সচিন ছাড়া এই তালিকায় রয়েছেন রিকি পন্টিং (৫৮৮), জ্যাক কালিস (৫৯৪), কুমার সাঙ্গাকারা (৬০৮) ও মাহেলা জয়বর্ধনে (৭০১)।
বিরাট প্রথম ইনিংসে ৪৪ রান করেছিলেন। সেই ইনিংসে ৪টি বাউন্ডারি হাঁকান তিনি। দ্বিতীয় ইনিংসে অবশ্য ২০ রান করেই প্যাভিলিয়নে ফেরেন কোহলি। মার্ফির বলে স্টাম্প আউট হয়ে যান। যদিও তার আগেই নিজের ২৫ হাজার আন্তর্জাতিক রান পূরণ করেন কিং কোহলি।
রঞ্জি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র
বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি (Manoj Tiwary) ম্যাচের আগে হুঙ্কার দিয়েছিলেন, একপেশে ম্যাচে সৌরাষ্ট্রকে (Bengal vs Saurashtra) হারাবেন তাঁরা।
পরের চারদিন ইডেন গার্ডেন্সে (Eden Gardens) একপেশে ম্যাচই দেখলেন ক্রিকেটপ্রেমীরা। তবে তা সৌরাষ্ট্রের পক্ষে। রঞ্জি ফাইনালে বাংলার জঘন্য পারফরম্যান্স অব্যহত। ২০১৯-২০ মরসুমে রাজকোটে গিয়ে সৌরাষ্ট্রের কাছে হেরেছিল। এবার বাংলার ঘরের মাঠে বাংলাকে দুরমুশ করে দিয়ে গেল জয়দেব উনাদকটের দল। রবিবার দ্বিতীয় ইনিংসে বাংলা অল আউট হয়ে গেল ২৪১ রানে। মাত্র ১১ রানের লিড নিতে সক্ষম হয়েছিল বাংলা। ১২ রানের লক্ষ্য ছিল সৌরাষ্ট্রের সামনে। এক উইকেট হারিয়ে যে রান তুলে নিল সৌরাষ্ট্র। ৯ উইকেটে ম্যাচ জিতে দ্বিতীয়বারের জন্য রঞ্জি চ্যাম্পিয়ন হল সৌরাষ্ট্র।
ম্যাচের শেষে কান্নায় ভেঙে পড়লেন অভিষেক পোড়েল। তাঁকে সান্ত্বনা দিতে এগিয়ে গেলেন দাদা ঈশান পোড়েল। সৌরাষ্ট্র ক্রিকেটারেরা তখন মাঠেই উৎসবে মত্ত। ক্রিকেটারদের স্ত্রী-সন্তানরা মাঠের মধ্যে। বাংলার যন্ত্রণা বাড়িয়ে মুহুর্মুহু স্লোগান আর জয়োধ্বনিতে ইডেন কাঁপালেন সৌরাষ্ট্রের ক্রিকেটারেরা।