Virat Kohli Retirement: বিদায়ী ম্যাচের সুযোগই দিলেন না, কোহলির আচমকা অবসরের কারণ কী?
Kohli Test Retirement: ধোনি-রোহিতদের আদলে তিনিও সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে অবসর ঘোষণা করলেন। কোনও বিদায়ী ম্যাচ খেলার দিকে যাননি।

মুম্বই: ইডেনে সেদিন খেলতে নেমেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। সেই ধোনি, যিনি অবসরের সময় কখনও সময়ের পরোয়া করেননি, কাউকে কোনও বিদায়ী সংবর্ধনা দেওয়ার সুযোগ দেননি। ৭ মে ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের দিনই টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কথা ঘোষণা করেন রোহিত শর্মা (Rohit Sharma)। সোশ্যাল মিডিয়ায়। অনেকটা ধোনির কায়দাতেই।
আর তার পাঁচদিনের মাথায় টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বিরাট কোহলিও (Virat Kohli)। ধোনি-রোহিতদের আদলে তিনিও সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে অবসর ঘোষণা করলেন। কোনও বিদায়ী ম্যাচ খেলার দিকে যাননি। গোটা ক্রিকেটবিশ্ব কোহলির সিদ্ধান্তে হতবাক। সামনেই ইংল্যান্ড সফর। ইংরেজদের বিরুদ্ধে পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ খেলবে ভারত। সকলেই ভেবেছিলেন, বরাবর চ্যালেঞ্জ নিতে ভালবাসা কোহলি হয়তো ইংল্যান্ডে গিয়ে রান করার পরীক্ষায় বসবেন। স্যুইংয়ের বিরুদ্ধে তাঁর দুর্বলতার প্রশ্নকে চাবুক শটে (বিখ্যাত হুইপ শট) গ্যালারিতে ফেলবেন।
কিন্তু সেই রাস্তায় হাঁটলেন না কোহলি। ইংল্যান্ড সফরের আগেই অবসর নিলেন। শোনা গিয়েছে, বোর্ড থেকে তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করা হয়েছিল। তাতে চিড়ে ভেজেনি। কী কারণে এই পথে হাঁটলেন বিরাট? খতিয়ে দেখা যাক




















