এক্সপ্লোর
India Air Defense System: এক অস্ত্রে জব্দ চিনা মিসাইল, তুরস্কের ড্রোন! কোন চার বলয় ঘিরে রেখেছে ভারতের আকাশ?
India Pakistan Conflict: পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমে বারবার মুখ থুবড়ে পড়েছে শত্রুপক্ষের অস্ত্র।
কীভাবে কাজ করে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম? - পিটিআই
1/10

পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমে বারবার মুখ থুবড়ে পড়েছে শত্রুপক্ষের অস্ত্র।
2/10

চিনা মিসাইল থেকে শুরু করে তুরস্কের ড্রোন, সব অস্ত্রই ঘায়েল হয়েছে ভারতের দুর্ভেদ্য এয়ার ডিফেন্স সিস্টেমে।
3/10

যে সিস্টেমকে অস্ট্রেলিয়ার ভয়ঙ্কর পেস জুটি ডেনিস লিলি-জেফ থমসনের সঙ্গে তুলনা করলেন ভারতীয় সেনাবাহিনির লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই।
4/10

ভারতীয় সেনাবাহিনির লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানান, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম চারস্তরীয়।
5/10

প্রথম স্তরে রয়েছে কাউন্টার ড্রোন ও ম্যানপ্যাড।
6/10

দ্বিতীয় স্তরে পয়েন্ট এয়ার ডিফেন্স ও স্বল্প পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপনাস্ত্র।
7/10

তৃতীয় স্তরে রয়েছে মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপনাস্ত্র।
8/10

চতুর্থ স্তরে রয়েছে দূরপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপনাস্ত্র।
9/10

লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানান, এই বলয়ে শত্রুশিবির জব্দ হয়েছে বলে জানান লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই।
10/10

বলেন, কোনওভাবেই এই বলয় ভেদ করে লক্ষ্যে হানা দিতে পারেনি পাক চিনা ক্ষেপনাস্ত্র বা তুরস্কের ড্রোন। ছবি - পিটিআই ও ভারতীয় সেনাবাহিনি
Published at : 12 May 2025 04:16 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























