Virat Kohli-Rohit Sharma: সিদ্ধান্ত নেবেন আগরকর! ভারত 'এ' দলের হয়ে পারফরম্যান্সেই ভাগ্য নির্ধারণ হবে রোহিত, বিরাটের?
Indian Cricket Team: অস্ট্রেলিয়া সফরের আগে ৩০ সেপ্টেম্বর এবং ৩ ও ৫ অক্টোবর অজ়ি 'এ' দলের বিরুদ্ধে ভারতীয় 'এ' দল ৫০ ওভারের তিনটি ম্যাচ খেলবে।

নয়াদিল্লি: ভারতীয় দলের (Indian Cricket Team) দুই মহাতারকা ক্রিকেটার রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। দুই তারকাই ওয়ান ডে এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। তবে দুই তারকাই কিন্তু ২০২৭ সালের বিশ্বকাপে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। অবশ্য দুই তারকার ওয়ান ডে ভবিষ্যৎ নিয়ে তৈরি বয়েছে সংশয়। রিপোর্টে দাবি করা হচ্ছিল দুই তারকাকেই বিজয় হাজারে ট্রফি খেলে তাঁদের ফর্ম ও ফিটনেসের প্রমাণ দিতে হবে। তবে বর্তমানে শোনা যাচ্ছে বিজয় হাজারে নয়, বরং ভারতীয় 'এ' দলের খেলবেন তাঁরা।
পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, কোহলিদের পক্ষে বিজয় হাজারে ট্রফি খেলার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ কারণ সেই সময়ই আবার আন্তর্জাতিক ম্যাচও রয়েছে। বরং দাবি করা হচ্ছে বিসিসিআইয়ের অন্দরমহলে আধিকারিকরা বেশি উদ্বিগ্ন রোহিতরা ভারতীয় 'এ' দলের হয়ে মাঠে নামবেন কি না। বাংলাদেশ সিরিজ় পিছনো এবং এশিয়া কাপ টি-টোয়েন্টি ফর্ম্যাটে হওয়ায় রোহিত, বিরাটের অক্টোবরে অস্ট্রেলিয়া সফরের আগে ভারতের জার্সিতে খেলার কোনও সম্ভাবনা নেই। সেই সফরের আগে বিসিসিআইয়ের কয়েকজন চান তারকাদ্বয় ভারতীয় 'এ' দলের হয়ে খেলে নিজেদের প্রস্তুতি সারুন।
অস্ট্রেলিয়া সফরের আগে ৩০ সেপ্টেম্বর এবং ৩ ও ৫ অক্টোবর অজ়ি 'এ' দলের বিরুদ্ধে ভারতীয় 'এ' দল ৫০ ওভারের তিনটি ম্যাচ খেলবে। সেই সময় ভারতীয় দল টেস্ট ম্যাচ খেলায় 'এ' দলের হয়ে রোহিতদের খেলার কোনও সমস্যা থাকবে না।
তবে রোহিত, বিরাটদের ভবিষ্যৎ নিয়ে জল্পনার না না খবর সামনে আসলেও এক বিসিসিআইয়ের সূত্র কিন্তু এইসবকিছুই নস্যাৎ করে দিয়েছেন। সেই সূত্র PTI-কে জানান, 'যদি ওদের মনে কিছু থাকে, তাহলে ঠিক যেমনভাবে ইংল্যান্ড সফরের আগে ওরা জানিয়েছিল, তেমনই এই বিষয়েও বিসিসিআইয়ের শীর্ষ আধিকারিকদের নিশ্চয়ই কিছু বলবে।'
রোহিত, কোহলির বিজয় হাজারে ট্রফি খেলা নিয়ে তাঁর মত, 'ওরা বিজয় হাজারে ট্রফি খেললেও তার আগে তো ছয়টি ওয়ান ডে ম্যাচ রয়েছে। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার ওয়ান ডে সিরিজ়ের মাঝে তিনটি লিস্ট এ ম্যাচও রয়েছে। রাজকোটে ভারতীয় এ দল দক্ষিণ আফ্রিকা এ দলে বিরুদ্ধে ১৩ থেকে ১৯ নভেম্বর ওই ম্য়াচগুলি খেলবে। এবার তারকাদ্বয় দক্ষিণ আফ্রিকা সিরিজ়ের আগেই ওই তিনটি বা দুইটি ম্যাচে খেলতে চাইবেন কি না, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। অজিত আগরকররা সেটা চাইবেন কি না, তা আরও বড় প্রশ্ন। বিজয় হাজারে ট্রফির সময়ই তো আবার নিউজ়িল্যান্ড সিরিজ়ও রয়েছে। তাই ওরা বিজয় হাজারে ট্রফিতে খেললেও, দুই, তিনটি ম্যাচই হয়তো খেলবে।'
এবার শেষমেশ কী হয় সেটাই দেখার বিষয়।




















