Rohit Sharma: তাঁর কেরিয়ার নিয়ে প্রবল জল্পনার মাঝেই প্রাক্তন ভারতীয় কোচের সঙ্গে অনুশীলনে নেমে পড়লেন রোহিত
Indian Cricket Team: ভারতীয় ওয়ান ডে অধিনায়ক রোহিত শর্মা সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন।

মুম্বই: জাতীয় দলের জার্সিতে তাঁর শেষ ম্যাচে খেতাব উঠেছিল ভারতীয় দলের হাতে। তা সত্ত্বেও রোহিত শর্মার ওয়ান ডে ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। কোথাও শোনা যাচ্ছে বোর্ড চায় তিনি বিজয় হাজারে ট্রফি খেলে ফিটনেস ও ফর্ম প্রমাণ করতে হবে। কোনও কোনও রিপোর্ট আবার দাবি করছে রোহিত হয়তো ভারতীয় 'এ' দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবেন। সেইসব জল্পনা, কল্পনার মাঝেই নিজের প্রস্তুতি সারতে কিন্তু নেমে পড়লেন রোহিত।
ভারতীয় ওয়ান ডে অধিনায়ককে টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ তথা তাঁর একদা সতীর্থের সঙ্গে ঘাম ঝরাতে দেখা গেল। আইপিএলের পর থেকে কোনওরকম প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি রোহিত শর্মা। তিনি ইংল্যান্ডে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ় উপস্থিত ছিলেন বটে, তবে টেস্ট থেকে অবসর নেওয়ায় সেখানে তিনি দর্শক হিসাবেই গিয়েছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে তো গত বছরই আলবিদা জানিয়েছিলেন রোহিত। তাই আসন্ন এশিয়া কাপেও দেখা যাবে না তাঁকে। ফলে দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই কোনওরকম প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকেও দূরে রয়েছেন 'হিটম্যান'।
আইপিএলের পরে এতদিন তিনি ছুটি কাটাচ্ছিলেন। তবে সেই ছুটি শেষে দেশে ফিরেছেন রোহিত এবং দেশে ফিরে এবার ফিটনেস ফিরে পেতে কাজে লেগে পরলেন তিনি। রোহিত নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তাঁকে প্রাক্তন ভারতীয় সহকারী কোচ তথা তাঁর প্রাক্তন রঞ্জি সতীর্থ ও বন্ধু অভিষেক নায়ারের সঙ্গে জিমে দেখা যাচ্ছে। দুইজনকেই ছবিতে বেশ হাসিমুখেই দেখা যাচ্ছে।
নায়ার অল্প সময়ের জন্য ভারতীয় দলের সঙ্গে যুক্ত থাকলেও, অতীতে কেএল রাহুল, দীনেশ কার্তিকদের মতো ক্রিকেটারের সঙ্গে ব্যক্তিগত স্তরে কাজ করে তাঁদের সাফল্য পেতে সাহায্য করেছেন। রোহিতের সঙ্গে অতীতেও তাঁকে অনুশীলন করতে দেখা গিয়েছে। নায়ারের ট্রেনিং প্রক্রিয়ারও প্রশংসা করেন তিনি। এবার সেই অভিষের নায়ারের তত্ত্বাবধানেই অনুশীলন সারছেন রোহিত। অপেক্ষা তাঁর আন্তর্জাতিক কামব্যাকের।
তবে এইসব জল্পনার মাঝেও নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই আধিকারিক দাবি করেন রোহিত ও বিরাটের ভবিষ্যৎ নিয়ে তেমন কোনও কথাবার্তা হয়নি এবং তাঁরাও এই বিষয়ে কিছু জানায়নি। সেই সূত্র PTI-কে জানান, 'যদি ওদের মনে কিছু থাকে, তাহলে ঠিক যেমনভাবে ইংল্যান্ড সফরের আগে ওরা জানিয়েছিল, তেমনই এই বিষয়েও বিসিসিআইয়ের শীর্ষ আধিকারিকদের নিশ্চয়ই কিছু বলবে।'




















