Virat Kohli: কেক কাটলেন না, ম্যাচ জিতিয়েও জয়ের সেলিব্রেশনে নেই কোহলি! গম্ভীরের সঙ্গে অশান্তির রেশ?
Kohli Avoids Celebration: হোটেলকর্মীরা কোহলিকে অনুরোধ করেন কেক কাটায় অংশ নিতে। তাঁর জন্যই যে এত আয়োজন। এখনও যে তিনিই ভারতীয় ক্রিকেটের সেরা আকর্ষণ। অথচ কোহলি হাত দেখিয়ে জানিয়ে দিলেন, তিনি আগ্রহী নন।

রাঁচি: সুসজ্জিত টেবিল। চারপাশে ফুল, আলো। টেবিলে রাখা কেক। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তখন সবে মাঠ থেকে টিমহোটেলে ঢুকছে ভারতীয় দল। বিজয়ী দলের ক্রিকেটারদের বরণ করে নিতে হোটেলেই এমন ব্যবস্থা করা হয়েছিল। টিমবাস থেকে হোটেলের লবিতে প্রবেশ করেই কেক কাটার জন্য উদ্যত হলেন কে এল রাহুল (KL Rahul)। যিনি ওয়ান ডে সিরিজে ভারতের অধিনায়ক। তিনি সবে ছুরি তুলে কেক কাটতে যাচ্ছেন, পাশ দিয়ে হেঁটে গেলেন বিরাট কোহলি (Virat Kohli)। রাঁচিতে প্রথম ওয়ান ডে-তে ভারতের জয়ের নায়ক।
সঙ্গে সঙ্গে হোটেলকর্মীরা কোহলিকে অনুরোধ করেন কেক কাটায় অংশ নিতে। তাঁর জন্যই যে এত আয়োজন। এখনও যে তিনিই ভারতীয় ক্রিকেটের সেরা আকর্ষণ। অথচ কোহলি হাত দেখিয়ে জানিয়ে দিলেন, তিনি আগ্রহী নন। তিনি সটান হাঁটা দিলেন ভেতরের দিকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত জয়ের পর কোনও উৎসবে যেন রাজি নয় কোহলি। তাঁর পাখির চোখ শুধুই ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ।
এমনিতেই কোচ গৌতম গম্ভীরের সঙ্গে বিরাট কোহলির সম্পর্কের সমীকরণ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের কি মুখ দেখাদেখি বন্ধ? রাঁচিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ান ডে ম্যাচের পর জল্পনা তুঙ্গে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, কোহলি ম্যাচের পর ড্রেসিংরুমে হেঁটে ঢুকছেন। সেই সময়ই তিনি দেখতে পান যে, সামনে বসে রয়েছেন গুরু গম্ভীর। কোচকে দেখেই পকেট থেকে মোবাইল ফোন বার করে ফেলেন কোহলি। তারপর সেই ফোন ঘাঁটতে ঘাঁটতেই মাথা নীচু করে ঢুকে যান দরজা ঠেলে। কোচকে দেখেই পকেট থেকে মোবাইল ফোন বার করে ফেলেন কোহলি। তারপর সেই ফোন ঘাঁটতে ঘাঁটতেই মাথা নীচু করে ঢুকে যান দরজা ঠেলে।
Gautam Gambhir seen talking with Rohit Sharma at the team hotel while the Indian team was celebrating their victory by cutting a cake.🇮🇳❤️ pic.twitter.com/iw6ld3PCv4
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) December 1, 2025
দুই তারকার মনোমালিন্য নতুন নয়। একটা সময় মাঠেও ঝামেলায় জড়িয়েছেন দুজনে। তবে ভারতীয় দলের কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে, এমন ইঙ্গিত দেন গম্ভীর। এমনকী, কেকেআরের মেন্টর থাকাকালীনও কোহলির সঙ্গে কথা বলেছিলেন তিনি। যদিও নতুন করে কোহলি-গম্ভীর সম্পর্কের সমীকরণ নিয়ে চর্চা শুরু হয়েছে।




















