Ravichandran Ashwin: চোখ ছলছল, ড্রেসিংরুমেই বিরাটকে জড়িয়ে ধরলেন, অবসরের আঁচ মিলেছিল আগেই?
Ravichandran Ashwin Retirement: গাব্বা টেস্টের পঞ্চম দিনে চা পানের বিরতির সময় ড্রেসিংরুমের দিকে ক্যামেরা তাক করতেই মুহূর্তটি ধরা পড়ে।
ব্রিসবেন: ক্রিকেটের সব ধরণের ফর্ম্য়াট থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ব্রিসবেন টেস্ট ড্র হওয়ার পরই রোহিত শর্মার সঙ্গে সাংবাদিক বৈঠকে এসে জানিয়ে দেন যে আন্তর্জাতিক ক্রিকেটে দেশের জার্সিতে আর কোনওদিন মাঠে নামবেন না। নিজের কেরিয়ারের বেশিরভাগ সময় কাটিয়েছেন রোহিত, বিরাট, রাহানে, পূজারাদের সঙ্গে। তাঁদের প্রত্যেকের নাম উল্লেখ করে কৃতজ্ঞতা স্বীকার করে নেন তারকা অফস্পিনার। তবে এই সবের মাঝেই একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে যে বিরাট কোহলি জড়িয়ে ধরেছেন অশ্বিনকে।
গাব্বা টেস্টের পঞ্চম দিনে চা পানের বিরতির সময় ড্রেসিংরুমের দিকে ক্যামেরা তাক করতেই মুহূর্তটি ধরা পড়ে। সেখানে দেখা যাচ্ছিল যে বিরাট ও অশ্বিনকে খুব গুরুত্বপূর্ণ কোনও ইস্যু নিয়ে কথা বলছেন। সেই সময় পরের সারিতেই বসে ছিলেন কোচ গৌতম গম্ভীর। তিনিও তাকিয়ে ছিলেন দুজনের দিকে। হঠাৎ দেখা যায় যে অশ্বিনকে জড়িয়ে ধরলেন প্রাক্তন ভারত অধিনায়ক। কিন্তু কেন? সোশ্য়াল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতেই অনেকেই প্রশ্ন করতে শুরু করে দিয়েছিলেন তবে কি কোনও বড় খবর আসতে চলেছে? তার কিছুক্ষণ পরেই বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেন টেস্ট ড্র হয়ে যায়। আর সম্ভাবনা সত্যি করেই নিজের অবসর ঘোষণার কথাও জানিয়ে দেন অশ্বিন।
টেস্ট ক্রিকেটে শুধুমাত্র দেশের জার্সিতে খেলতেন অশ্বিন। তবুও নিয়মিত সুযোগ মিলছিল না। বয়সও ৩৮ পেরিয়েছে। এই পরিস্থিতিতে বারবার দল থেকে ব্রাত্য হওয়ায় অভিমানও কাজ করেছিল। মাঝে মাঝেই সেই ইস্যুতে নানারকম মন্তব্যও করেছিলেন। এবার সিদ্ধান্তটা নিয়েই ফেললেন।
View this post on Instagram
আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও আইপিএলে খেলবেন অশ্বিন। আগামী মরশুমে চেন্নাই সুপার কিংসে ফের দেখা যাবে তারকা অফস্পিনারকে। ফের একবার ধোনির সঙ্গে একই জার্সিতে, একই দলে দেখা যাবে তারকা স্পিনারকে। কেরিয়ারের প্রথম আইপিএল খেলেছিলেন সিএসকের জার্সিতে। এবার ফের সিএসকের জার্সিতে খেলবেন অশ্বিন। ২০১৪ সালে ধোনিও বর্ডার গাওস্কর ট্রফির মাঝেই অবসর ঘোষণা করেছিলেন। এবার সেই একই পথে পা বাড়ালেন অশ্বিনও। কিন্তু আচমকাই কেন সিরিজের মাঝে তিনি এই সিদ্ধান্ত নিলেন তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। আদৌ কি দলের অন্দরমহলে কোনও ভাঙন রয়েছে? সেই সম্ভাবনাও উঠে আসছে।