WPL 2023: কবে শুরু মহিলাদের আইপিএল? দিনক্ষণ জানালেন আইপিএল চেয়ারম্যান
Women's Premier League: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের পরের দিনই, ১৩ ফেব্রুয়ারি মুম্বইতে টুর্নামেন্টের নিলাম আয়োজিত হতে চলেছে।
মুম্বই: বহু জল্পনা-কল্পনার পর এ বছর থেকেই শুরু হচ্ছে মহিলাদের আইপিএল (Women's Premier League)। সেই টুর্নামেন্টের জন্য খেলোয়াড়দের নিলাম এখনও না হলেও, দলগুলি ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গিয়েছে। তবে টুর্নামেন্ট কবে থেকে শুরু হবে সেই দিনক্ষণ জানানো হয়েছিল না। তবে অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটালেন অরুণ ধুমল (Arun Dhumal)। আইপিএলের চেয়ারম্যান মহিলাদের আইপিএলের দিনক্ষণ এবং ভেন্যু, এবং নিলামের সময় সবই জানিয়ে দিলেন।
কবে শুরু টুর্নামেন্ট?
সম্প্রতি পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ধুমল বলেন, 'মহিলাদের প্রিমিয়ার লিগ ৪ মার্চ থেকে শুরু হয়ে ২৬ মার্চ পর্যন্ত চলবে।' এর পাশাপাশি ধুমল আরও জানান যে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের পরের দিনই, ১৩ ফেব্রুয়ারি মুম্বইতে টুর্নামেন্টের নিলাম আয়োজিত হতে চলেছে। প্রায় ১৫০০ জন এই ক্রিকেটার এই নিলামে নিজেদের নাম দিয়েছেন। তবে কাটছাট করা খেলোয়াড়দের তালিকা এই সপ্তাহের শেষের দিকেই জানা যাবে বলে খবর। লিগটি ব্রেবোর্ন স্টেডিয়াম ও ডিওয়াই পাতিল স্টেডিয়ামে পাঁচ দলের মহিলা প্রিমিয়ার লিগটি আয়োজিত হবে। শোনা যাচ্ছে, গুজরাত জায়ান্টস এবং মুম্বই ইন্ডিয়ান্সের ফ্রাঞ্চাইজিদের ম্যাচ দিয়ে মহিলাদের আইপিএল শুরু হবে।
টুর্নামেন্টের খুঁটিনাটি
খবর অনুযায়ী আসন্ন নিলামে প্রতিটি দলের কাছেই ১২ কোটি টাকার পার্স থাকবে। প্রতিটি দলকে এই মূল্যের মধ্যেই সর্বনিম্ন ১৫টি খেলোয়াড় কিনতেই হবে। ফ্রাঞ্চাইজিগুলি অবশ্য সর্বাধিক ১৮টি ক্রিকেটার দলে নিতে পারে। অ্যাসোসিয়েট দেশগুলির একজন খেলোয়াড়সহ মোট পাঁচজন বিদেশিকে একাদশে রাখতে পারবে দলগুলি। এবারের টুর্নামেন্টে ২২টি ম্যাচ হওয়ার কথা। লিগ পর্যায়ের পর শীর্ষে থাকা দলটি সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দলগুলি প্লে-অফ ম্যাচ জিতে ফাইনালে পৌঁছতে পারবে।
লক্ষ্যস্থির করলেন ঝুলন
মহিলাদের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মেন্টর নিযুক্ত হয়েছেন ঝুলন গোস্বামী (Jhulan Goaswami)। দায়িত্ব পাওয়ার পর প্রথমবার মুখ খুললেন চাকদা এক্সপ্রেস। তিনি বলেন, 'আমি নতুন এই দায়িত্ব পেয়ে ভীষণভাবে উচ্ছ্বসিত। বোলিং কোচ ও মেন্টর হিসেবে কাজ করা আমার জন্য সৌভাগ্যের। মেয়েদের সঙ্গে কাজ করার সুযোগ পাব। চার্লট ও দেভিয়েকার সঙ্গে সংঘবদ্ধভাবে কাজ করতে পারব। মুম্বই বরাবরই শক্তিশালী দল। জয়ের জন্য মুখিয়ে থাকে। মুম্বই শিবিরের পরম্পরা বজায় রাখার চেষ্টা করব আমরা।'
আরও পড়ুন: ভারতের মাটিতে সিরিজ জয় অ্যাসেজের থেকেও বড়, মত স্টিভ স্মিথের