Womens World Cup: বিশ্বকাপে জয়ের সরণিতে ফিরতে মরিয়া ভারতীয় দল, মহাকালেশ্বর মন্দিরে প্রার্থনা হরমনপ্রীত, স্মৃতিদের
Womens World Cup 2025: এখনও পর্যন্ত টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে ৪ ম্য়াচ খেলে ৩ ম্য়াচে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অজিরা। কোনও ম্য়াচ হারেনি তারা, একটি ম্যাচের কোনও ফল বেরয়নি।

মুম্বই: মহিলা ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে ভারতীয় ক্রিকেট দল পরপর দুটো ম্যাচ হেরেছে। প্রথম দুটো ম্য়াচে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে জিতলেও পরের দুটো ম্য়াচে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে যায় টিম ইন্ডিয়া। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপের মঞ্চে জয়ের সরণিতে ফিরতে মরিয়া। তার আগে ক্যাপ্টেন হরমনপ্রীত সহ দলের সব ক্রিকেটাররা মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন।
দেখা গিয়েছে স্মৃতি মন্ধানা, রিচা ঘোষ, হরলীন দেওল, রেণুকা ঠাকুরের মত ক্রিকেটারদের মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে দেখা গেল। ঘরের মাঠে বিশ্বকাপের আসর। এখানে খেতাব জিতে ইতিহাস গড়তে মরিয়া ভারতীয় মহিলা ক্রিকেট দল। আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপ জেতার নজির রয়েছে ভারতের পুরুষ ক্রিকেট দলের। ২০১১ বিশ্বকাপের ফাইনালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারিয়ে খেতাব জিতেছিল মহেন্দ্র সিংহ ধোনির টিম ইন্ডিয়া। হরমনপ্রীতদের সামনেও থাকছে সেই সুযোগ। কিন্তু সমস্য়া হল পরপর দুটো ম্য়াচ জিতে কিছুটা চাপ বেড়ে গিয়েছে। আগামী ১৯ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে হরমনপ্রীত কৌরের দল।
এখনও পর্যন্ত টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে ৪ ম্য়াচ খেলে ৩ ম্য়াচে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অজিরা। কোনও ম্য়াচ হারেনি তারা, একটি ম্যাচের কোনও ফল বেরয়নি। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। ৩ ম্য়াচ খেলে এখনও পর্যন্ত ৩ ম্য়াচেই জিতেছে ইংল্যান্ড, কোনও ম্য়াচ হারেনি তারা, ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ৪ ম্য়াচ খেলে এখনও পর্যন্ত ৩ ম্য়াচে জিতেছে দক্ষিণ আফ্রিকা, ১ ম্য়াচ হেরেছে, ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। ৪ ম্য়াচ খেলে এখনও পর্যন্ত ২ ম্য়াচে জিতেছে ভারত, ২ ম্য়াচ হেরেছে, ৪ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে মহিলা ক্রিকেট দল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩৩০ রান বোর্ডে তুলেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। অর্ধশতরান হাঁকিয়েছিলেন প্রতীকা রাওয়াল ও স্মৃতি মন্ধানা। ঝোড়ো ক্য়ামিও খেলেছিলেন রিচা ঘোষ ও জেমাইমা রডরিগেজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবিবার ৩৩০ রান বোর্ডে তুলেছিল ভারতীয় দল। রান তাড়া করতে নেমেছিল অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল। আর দলের জয়ে মুখ্য ভূমিকা নিলেন অজি ক্যাপ্টেন অ্য়ালিসা হিলি। ওপেনে নেমে যখন আউট হলেন তখন তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ১৪২ রান। ১০৭ বলের ইনিংসে ২১টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান অজি ক্যাপ্টেন।




















