India T20 World Cup: অস্ট্রেলিয়ার কাছে হারের পরেও সেমিফাইনালে যেতে পারেন হরমনপ্রীতরা, কোন অঙ্কে?
India vs Australia: গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচে ভারতকে ৯ রানে হারিয়ে প্রথম দল হিসেবে চলতি মহিলাদের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা পাকা করে নিয়েছে অস্ট্রেলিয়া।
শারজা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কার্যত মরণ-বাঁচন ম্যাচ ছিল ভারতের (India vs Australia)। সেমিফাইনালের দৌড়ে থাকতে জিততেই হতো হরমনপ্রীত কৌরদের। তবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত লড়াই করেও ৯ রানে হেরে গেল ভারত।
এই হারের পরেও কি সেমিফাইনালে যেতে পারে ভারত? কী বলছে অঙ্ক?
গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচে ভারতকে ৯ রানে হারিয়ে প্রথম দল হিসেবে চলতি মহিলাদের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা পাকা করে নিয়েছে অস্ট্রেলিয়া। তারা লিগের চারটি ম্যাচেই জিতে ৮ পয়েন্ট সংগ্রহ করেছে। অস্ট্রেলিয়ার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত। অপরাজিত থেকে সেমিফাইনালের টিকিট কনফার্ম করেছে অস্ট্রেলিয়ার মহিলা দল। মহিলাদের বিশ্বকাপে এ গ্রুপের এক নম্বরে থাকা অস্ট্রেলিয়ার নেট রান রেটও খুব ভাল। +২.২২৩।
অস্ট্রেলিয়ার কাছে লিগের শেষ ম্যাচ হেরে বিপদে পড়ে গিয়েছেন হরমনপ্রীত কৌররা। চার ম্যাচে ২টি ম্যাচ জিতে টিম ইন্ডিয়ার ঝুলিতে রয়েছে ৪ পয়েন্ট। হরমনপ্রীত, স্মৃতি মান্ধানাদের নেট রান রেট +০.৩২২। আপাতত লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তবে নিউজিল্যান্ড তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে যদি পাকিস্তানকে হারিয়ে দেয়, তাহলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে হরমনপ্রীত কৌরদের।
গ্রুপ পর্বে তিন ম্যাচে ২টি জিতে নিউজিল্যান্ডের খাতাতেও রয়েছে ৪ পয়েন্ট। তাদের নেট রান রেট +০.২৮২। আপাতত এ গ্রুপের পয়েন্ট তালিকায় তিন নম্বরে রয়েছে নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট দল। নেট রান রেটের নিরিখে পিছিয়ে থাকায় পয়েন্ট সমান হলেও টেবিলে ভারতের নীচে রয়েছে নিউজিল্যান্ড। তবে পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচ জিতলে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে যাবে তারা।
পাকিস্তান গ্রুপ পর্বে তিন ম্যাচে ১টি মাত্র জিতেছে। ২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে রয়েছে পাকিস্তান। তাদের নেট রান রেট -০.৪৮৮। শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে বিশাল ব্যবধানে হারালে তবেই সেমিফাইনালের অঙ্কে ঢুকে পড়তে পারে পাকিস্তান। যদিও অলৌকিক কিছু ছাড়া তা সম্ভব নয়।
শ্রীলঙ্কা তাদের ৪টি লিগ ম্যাচেই পরাজিত হয়েছে। ফলে ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন চামারি আতাপাত্তুরা। ৪ ম্যাচ খেলেও পয়েন্ট শূন্য শ্রীলঙ্কার। তাদের নেট রান রেট -২.১৭৩। লিগ টেবিলের একেবারে শেষে পাঁচ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা।
তবে নিউজিল্যান্ডকে যদি পাকিস্তান হারিয়ে দেয়, এবং ভারতের রান রেট নিউজ়িল্যান্ড ও পাকিস্তানের চেয়ে ভাল থাকে, তবে পয়েন্ট সমান হলেও সেমিফাইনালে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা রয়েছে ভারতের।
আরও পড়ুন: নাটকীয় পট পরিবর্তনে লিড পেল বাংলা, জন্মদিনের রাতে কোন মন্ত্রে বদলে গেলেন মুকেশ কুমার?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।