Rohit Sharma: চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও ওয়ান ডে বিশ্বকাপ হার এখনও ভুলতে পারেনি রোহিত: পন্টিং
ICC ODI Ranking: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুরন্ত অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। যার পুরস্কার পেলেন ভারত অধিনায়ক। বোলারদের তালিকায় এগোলেন জাডেজা।

দুবাই: ৩৪ বছর বয়সে ২০২১ সালে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। এরপর থেকে সবগুলো আইসিসি ইভেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছিল রোহিত শর্মার দল। তার মধ্যে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি। পরপর দুটো আইসিসি ইভেন্টে জয়। আর খেতাব জয়ের পরই রোহিত ঘোষণা করে দিয়েছেন যে তিনি এই ফর্ম্য়াট থেকে এখনই অবসর নিচ্ছেন না। তার মানে কি ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত খেলবেন তিনি? বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংও তেমনটাই মনে করছেন।
এক সাক্ষাৎকারে পন্টিং বলেন, ''আমার মনে হয় চ্য়াম্পিয়ন্স ট্রফি জিতলেও ২০২৩ সালে ওয়ান ডে বিশ্বকাপ হারের ধাক্কাটা এখনও কাটিয়ে উঠতে পারেনি রোহিত। ওঁর মাথায় এখনও ওটা চলছে। তার জন্যই হয়ত ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপে জয়ের লক্ষ্যে মাঠে নামতে চায় ওঁ। তাই অবসরও নেননি।'' ৩৮ পেরনো রোহিতের অবসর নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। তবে পন্টিং মনে করেন যে ভারত অধিনায়ক যদি নিজে এখনও মনে করেন যে তিনি পারফর্ম করতে পারবেন, তবে তাঁর খেলাই উচিৎ। প্রাক্তন বিশ্বজয়ী অজি অধিনায়কের মতে, ''কেরিয়ারের এমন একটা সময়ে এসে সবাই হয়ত এটাই মনে করেন যে কখন আপনি অবসর নেবেন। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওরকম ইনিংস খেলার সঙ্গে সঙ্গে রোহিত হয়ত সবাইকে বুঝিয়ে দিতে চেয়েছিল যে ওঁর মধ্যে এখনও খেলা বেঁচে আছে।''
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধারাবাহিক সাফল্যের পুরস্কার। আইসিসি ওয়ান ডে ক্রমতালিকায় উন্নতি ভারতীয় ক্রিকেটারদের। ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন তরুণ ওপেনার শুভমন গিল। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই তালিকায় শীর্ষে ছিলেন গিল। টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার পরও তিনি শীর্ষস্থান ধরে রাখলেন। তালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন রোহিত শর্মা। বোলারদের ক্রমতালিকায় প্রথম দশে উঠে এসেছেন জাডেজা।
গত রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্য়াম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্য়ান্ড। সেখানেই ৪ উিকেটে কিউইয়িদের হারিয়ে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় রোহিত বাহিনী। এই নিয়ে তৃতীয়বারের মত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারতীয় ক্রিকেট দল। ২০০২ সালে শ্রীলঙ্কার সঙ্গে যুগ্মভাবে খেতাব ঘরে তুলেছিল সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের টিম ইন্ডিয়া। এরপর ২০১৩ সালে ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় ভারত। এবার রোহিত শর্মার নেতৃত্বে খেতাব জিতল মেন ইন ব্লুজরা। গোটা টুর্নামেন্টে ভাল পারফর্ম করতে না পারলেও ফাইনালে ৭৬ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন হিটম্য়ান। ৮৩ বলের ইনিংসটিই ভারতের জয়ের ভিত গড়ে দেয়। পাঁচ নম্বর থেকে দুধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এলেন রোহিত। গােটা টুর্নামেন্টে পাঁচটি ইনিংস খেলে ২১৮ রান করেছিলেন বিরাট কোহলি। তিনি পাঁচ নম্বরে আছেন বর্তমানে।




















