Nora Fatehi: খবরে সিলমোহর, শনিবার ডব্লিউপিএল ফাইনালে থাকছে চমক, পারফর্ম করবেন এই নামী তারকারা...
WPL Final: ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানিয়ে দেওয়া হল, ডব্লিউপিএলের ফাইনালের দিন সমাপ্তি অনুষ্ঠানে মুখ্য আকর্ষণ হতে চলেছেন এই নামী তারকা।

সন্দীপ সরকার, কলকাতা: ডব্লিউপিএলের ফাইনালের (WPL Final) দিন জমকালো সমাপ্তি অনুষ্ঠান করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বুধবার, ১০ মার্চ এবিপি আনন্দই প্রথম লিখেছিল যে, সুপারস্টার নোরা ফতেহি সমাপ্তি অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হতে চলেছেন। সেই সঙ্গে আর কারা ফাইনালের দিন পারফর্ম করবেন মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে, বিস্তারিত জানিয়েছিলাম আমরাই।
সেই খবরেই শুক্রবার সিলমোহর পড়ল। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানিয়ে দেওয়া হল, ডব্লিউপিএলের ফাইনালের দিন সমাপ্তি অনুষ্ঠানে মুখ্য আকর্ষণ হতে চলেছেন নোরা ফতেহি। কানাডিয়ান সুপারস্টার এখন ভারতে থাকেন। বলিউডেও পা রেখেছেন। বিখ্যাত মডেল-অভিনেত্রী ২০২২ সালের ফিফা আয়োজিত কাতার বিশ্বকারে থিম সং গেয়েছিলেন, পারফর্ম করেছিলেন। 'এভ্রিবডি, লাইট আপ দ্য স্কাই' নামক সেই গান প্রবল জনপ্রিয়তা পেয়েছিল। এবার ডব্লিউপিএলের ফাইনালও মাতাতে তৈরি নোরা।
আইপিএলের মতোই ডব্লিউপিএলের (WPL) উদ্বোধনী কিংবা সমাপ্তি অনুষ্ঠানেও জমকালো ব্যবস্থাপনা করে থাকে ভারতীয় ক্রিকেট বোর্ড। গত বছর উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনে বসেছিল চাঁদের হাট। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন শাহরুখ 'কিংগ' খান। সঙ্গে ছিলেন শাহিদ কপূর, টাইগার শ্রফ, বরুণ ধবন সহ এক ঝাঁক বলিউডের তারকা।
চলতি ডব্লিউপিএলের ফাইনাল আগামী ১৫ মার্চ, শনিবার। মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়াম সেদিন সাক্ষী থাকতে চলেছে নক্ষত্র সমাবেশের। ডব্লিউপিএলের সমাপ্তি অনুষ্ঠান জাঁক জমকের সঙ্গেই করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর ১৫ মার্চ সেই অনুষ্ঠানের মূল আকর্ষণ হতে চলেছেন বিখ্যাত মডেল-অভিনেত্রী নোরা ফতেহি (Nora Fatehi)।
View this post on Instagram
আরও পড়ুন: ২৩.৭৫ কোটির সতীর্থকে নিয়ে বড় মন্তব্য দেড় কোটির ক্যাপ্টেনের, মন জিতলেন রাহানে
নোরার সঙ্গেই সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করবেন মার্কিন ব়্যাপার ফ্রেঞ্চ মন্টানা, মিশরের নামী অভিনেতা ও সঙ্গীতশিল্পী মহম্মদ রামাদান, বিখ্যাত মার্কিন সঙ্গীতশিল্পী জ্যাসমিন স্যান্ডলাস ও এবং ডিজে শ্যাডো। সব মিলিয়ে জমজমাট অনুষ্ঠানের সাক্ষী থাকতে চলেছে শনিবারের মুম্বই।
আরও পড়ুন: মাত্র ২ বছর বয়সেই মৃত্যু! তারকা ক্রিকেটারের জীবনে বিপর্যয়, শোকের ছায়া বিশ্বক্রিকেটে




















