WTC Final 2025: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার হার, মানতেই পারছেন না হেডেন
Matthew Hayden: লর্ডসে কামিন্সদের হারের পর স্বভাবতই হতাশ প্রাক্তন অজি ওপেনার ম্য়াথু হেডেন। লর্ডসে শেষবা কবে অজিরা হেরেছে, তা মনেই করতে পারছেন না হেডেন।

লন্ডন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। গত ২৭ বছরে এই প্রথমবার আইসিসি ট্রফি ঘরে তুলেছে প্রোটিয়া শিবির। লর্ডসে কামিন্সদের হারের পর স্বভাবতই হতাশ প্রাক্তন অজি ওপেনার ম্য়াথু হেডেন। লর্ডসে শেষবা কবে অজিরা হেরেছে, তা মনেই করতে পারছেন না হেডেন।
বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে ক্রীড়া উপস্থাপকের ভূমিকায় দেখা গিয়েছে ম্য়াথু হেডেনকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্ট্রেলিয়া লর্ডসের মাটিতে এই নিয়ে মাত্র তৃতীয়বার হেরে গেল অস্ট্রেলিয়া। ২০০৯ সালে অ্য়াশেজ ও ২০১৩ সালের অ্য়াশেজে লর্ডসে টেস্ট ম্য়াচ হেরেছিল অজিরা। এরপরে প্রথমবার ১৪ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়া লর্ডসের মাটিতে হেরে গেল।
হেডেন বলছেন, ''অস্ট্রেলিয়া ক্রিকেটের ঐতিহ্য। এই দেশের ক্রিকেট দলের পারফরম্য়ান্স আইসিসি ইভেন্ট, এটাই প্রমাণ দেয় যে বড় মঞ্চে কতটা ধারাবাহিক পারফর্ম করে থাকে অস্ট্রেলিয়া দল। আমি সত্যি বলতে মনেই করতে পারছি না যে শেষবার কবে লর্ডসে অস্ট্রেলিয়া কোনও টেস্ট ম্য়াচ হেরেছিল।
দক্ষিণ আফ্রিকার টেস্ট চ্য়াম্পিয়নশিপ জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান এইডেন মারক্রামের। ১৩৬ রানের ঝকঝকে শতরান হাঁকিয়েছেন ডানহাতি ব্যাটার। ১৪টি বাউন্ডারি হাঁকিয়েচেন তিনি।
মারক্রামের হাত ধরেই রামধনুর দেশে শেষ আইসিসি ট্রফি এসেছিল। ২০১৪ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক ছিলেন তিনি। সেই মারক্রামের হাত ধরেই ফের একবার চ্যাম্পিয়ন হল রামধনুর দেশ। চতুর্থ ইনিংসে ২৮২ রান তাড়া করে জয় একেবারেই সহজ কথা নয়, বিশেষত দক্ষিণ আফ্রিকার ইতিহাস এবং খেতাবি ফাইনালের চাপের মাঝে। কিন্তু মারক্রাম বোঝালেন তিনি ভিন্ন। তিনি অনন্য। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউডদের গোলাগুলি সামলে 'হোম অফ ক্রিকেটে' এক অনবদ্য শতরান হাঁকালেন মারক্রাম।
তাঁর এই ইনিংস আরও তাৎপর্যপূর্ণ কারণ ম্যাচের প্রথম ইনিংসে তিনি খাতাই খুলতে পারেননি। দুই ইনিংসে শূন্য রানের লজ্জার রেকর্ড গড়ার সম্ভাবনা তো ছিলই। ছিল চাপ, 'চোকার্স' তকমা হাটানোর চাপ। বছর খানেক আগে এমন সময়েই জয়ের দোরগোড়াতে পৌঁছে গিয়েও হারতে দক্ষিণ আফ্রিকাকে। ২৯ জুন ব্রিজটাউনে সেই দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক ছিলেন মারক্রাম।
অস্ট্রেলিয়া ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ফাইনালে হারিয়ে দিয়েছিল। এবারও খাতায় কলমে এগিয়ে থেকেই ফাইনালে মাঠে নেমেছিল তাঁরা। কিন্তু শেষ হাসি হাসল তেম্বা বাভুমার দল।


















