WTC Final: ভারতের বেলায় সব দোষ! লর্ডসের পিচ নিয়ে বিদেশি মিডিয়া চুপ কেন? ঝাঁঝাল আক্রমণ প্রাক্তন ক্রিকেটারের
Akash Chopra: আকাশের বক্তব্যকে সোশ্যাল মিডিয়ায় সমর্থন করেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও । বলা হচ্ছে, শুধু ভারতকেই কেন বারবার কাঠগড়ায় তোলা হবে !

লন্ডন: লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা (Australia vs South Africa) - দুই দলেরই ফাস্টবোলাররা গোলগুলি বর্ষণ করছেন । কাগিসো রাবাডা থেকে শুরু করে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স - পেসাররাই ছড়ি ঘোরাচ্ছেন ।
প্রথম দিন পড়েছিল ১৪ উইকেট । প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়ে যায় ২১২ রানে । দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান ছিল চার উইকেটে ৪৩ । সেদিন থেকেই প্রশ্ন তৈরি হয়েছিল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কি আদৌ পাঁচ দিন গড়াবে?
দ্বিতীয় দিন পড়েছিল আরও ১৪ উইকেট । লর্ডসের পিচ নিয়ে তারপর থেকেই প্রশ্ন তুলছেন ভারতের প্রাক্তন ক্রিকেটারদের কেউ কেউ । তবে সুর চড়ালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া । তাঁর মতে, লর্ডসে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালের জন্য ব্যবহৃত পিচের পর্যাপ্ত সমালোচনা হয়নি । তাঁর মতে, এটা ভারতের কোনও মাঠে হলে সমালোচনার ঝড় বয়ে যেত ।
নিজের ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া পশ্চিমী মিডিয়া এবং তাদের সমালোচনার অভাব নিয়ে অসন্তোষের কথা বলেন । যা তারা করে থাকে ভারতের পিচের ক্ষেত্রে । এমনকী, তিনি উল্লেখ করেছেন কীভাবে ভারতের বিরুদ্ধে 'অর্ডারি পিচ' এবং 'টেস্ট ক্রিকেটকে হত্যা' করার অভিযোগ আনা হয় ।
আকাশ চোপড়া বলেছেন, 'এই লর্ডস টেস্ট নিয়ে আমার একটা বড় প্রশ্ন ছিল যে, যদি এই ২৮টি উইকেট দুই দিনের খেলায় ভারতে পড়ে যেত, তাহলে পশ্চিমী মিডিয়া কী শোরগোলই না সৃষ্টি করত, বলত তারা কী ধরনের পিচে খেলছে, বল ঘুরছে এবং বাউন্স করছে, ব্যাটিং খুব কঠিন হয়ে পড়েছে এবং কীভাবে এই ধরনের পিচকে সবুজ সংকেত দেওয়া যেতে পারে । বলা হতো যে, ভারত পিচকে নিয়ন্ত্রণ করছে এবং টেস্ট ক্রিকেটকে হত্যা করছে ।'
After an enthralling afternoon session, it is honours even heading into the evening on Day 3 🔥
— ICC (@ICC) June 13, 2025
Who will pull ahead in the Ultimate Test?
Follow it LIVE ➡️ https://t.co/pQ7yVByD1d#SAvAUS #WTC25 pic.twitter.com/VOqH1lKaJq
আকাশের বক্তব্যকে সোশ্যাল মিডিয়ায় সমর্থন করেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও । বলা হচ্ছে, শুধু ভারতকেই কেন বারবার কাঠগড়ায় তোলা হবে !




















