WTC Final: সবচেয়ে কম ম্যাচ খেলে ফাইনালে দক্ষিণ আফ্রিকা! তুমুল বিতর্ক, জয় শাহর কোর্টে বল ঠেললেন পিটারসেন
ICC Chairman Jay Shah: বলা হচ্ছে, দক্ষিণ আফ্রিকার থেকেও বেশ কয়েকটি দেশ অনেক বেশ ম্যাচ ও আরও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলে আসার পরেও ফাইনালে ওঠার সুযোগ পায়নি।
প্রিটোরিয়া: প্রথম দল হিসাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই প্রথমবার তারা জায়গা করে নিয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। যদিও তা নিয়ে জোর বিতর্ক।
বলা হচ্ছে, দক্ষিণ আফ্রিকার থেকেও বেশ কয়েকটি দেশ অনেক বেশ ম্যাচ ও আরও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলে আসার পরেও ফাইনালে ওঠার সুযোগ পায়নি।
অভিযোগটা ঠিক কী? ২০২৩-২০২৫ সাইকেলে মাত্র ১১টি টেস্ট ম্যাচ খেলতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। একই সময়ে ইংল্যান্ডকে খেলতে হয়েছে ২২টি টেস্ট। ভারত খেলেছে ১৮টি। অস্ট্রেলিয়া খেলেছে ১৬টি টেস্টে। নিউজ়িল্যান্ড ও বাংলাদেশও দক্ষিণ আফ্রিকার চেয়ে বেশি টেস্ট খেলেছে। নিউজ়িল্যান্ড ১৪টি এবং বাংলাদেশ ১২টি টেস্ট ম্যাচ খেলেছে চলতি চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে।
২০২৩-২০২৫ বৃত্তে সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়তে হয়েছে ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে। একে অপরের সঙ্গে পাঁচ টেস্টের সিরিজ় খেলতে হয়েছে তাদের। নিউজ়িল্যান্ড এবং পাকিস্তান দু’টি তিন ম্যাচের সিরিজ় খেলার সুযোগ পেয়েছে এই বৃত্তে। যদিও এই বিতর্ক ওড়াচ্ছেন দক্ষিণ আফ্রিকার কোচ। দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের কোচ শুকরি কনরাড বলেছেন, 'অনেকেই বলছেন আমরা নাকি সহজ ম্যাচ পেয়েছি আর তাই ফাইনালে উঠেছি। এর জন্য আমি দুঃখপ্রকাশ করব না। পরের বছর লর্ডসে যে আমরা খেলতে নামব, এটা ভেবেই আমি রোমাঞ্চিত।'
চলতি বৃত্তে দক্ষিণ আফ্রিকাকে বিদেশে খেলতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে। এর মধ্যে নিউজ়িল্যান্ডের কাছে সিরিজ হারতে হয়েছিল ০-২ ফলে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১-০ এবং বাংলাদেশের বিরুদ্ধে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ় জিতেছেন প্রোটিয়ারা। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা ভারতের সঙ্গে ১-১ সিরিজ় ড্র করে। শ্রীলঙ্কাকে ২-০ হারায়। পাকিস্তানকে সিরিজের প্রথম টেস্টে হারিয়ে ফাইনালের টিকিট কনফার্ম করে।
যদিও কেভিন পিটারসেন এ নিয়ে বিতর্ক হওয়ায় বিরক্ত। জন্মসূত্রে দক্ষিণ আফ্রিকার হলেও কেপি ক্রিকেট খেলেছেন ইংল্যান্ডের হয়ে। কেপি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তো আর সূচি বানায়নি। তাই ওদের সমালোচনা করা অনুচিত।' যদিও আইসিসি চেয়ারম্যান জয় শাহ পরেরবার এই নিয়ম খতিয়ে দেখবেন বলে আশাপ্রকাশ করেছেন পিটারসেন।
আরও পড়ুন: ঘরে-বাইরে প্রতিপক্ষ ইংল্যান্ড, বাংলাদেশেও খেলতে যাবে টিম ইন্ডিয়া, ২০২৫ সালের পূর্ণাঙ্গ সূচি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।