Yashasvi Jaiswal: মাত্র তৃতীয় ভারতীয় হিসাবে অজ়িভূমে প্রথম টেস্টেই শতরান হাঁকালেন যশস্বী জয়সওয়াল
IND vs AUS 1st Test: ২০৫ বলে নিজের কেরিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূরণ করলেন যশস্বী জয়সওয়াল।
পারথ: প্রথমবার অস্ট্রেলিয়ায় খেলতে নেমে প্রথম ইনিংসে শূন্য রান। দ্বিতীয় ইনিংসে স্বাভাবিভাবেই তাই যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal ) ওপর প্রবল চাপ ছিল। তবে তিনি প্রমাণ করে দিলেন, কেন তাঁকে বর্তমান বিশ্বের সেরা তরুণ ব্যাটারদের অন্যতম মনে করা হয়। কামিন্স, স্টার্কদের বিরুদ্ধে অনবদ্য ব্যাটিং করে চোখধাঁধানো সেঞ্চুরি হাঁকালেন যশস্বী।
তরুণ ওপেনারের টেস্ট কেরিয়ারের এটি চতুর্থ শতরান। মাত্র তৃতীয় ভারতীয় হিসাবে অজ়িভূমে নিজের প্রথম টেস্টেই শতরান হাঁকালেন বাঁ-হাতি ব্যাটার। ২০৫ বলে নিজের শতরান পূরণ করেন যশস্বী। তাঁর ইনিংস সাজানো আটটি চার ও তিনটি ছক্কায়। যশস্বীর অনবদ্য ইনিংসে ভর করেই কিন্তু প্রথম টেস্টে (IND vs AUS 1st Test) জয়ের স্বপ্ন দেখছে ভারতীয় দল।
৯০ রানে অপরাজিত থেকেই গতকাল মাঠ ছেড়েছিলেন। নিজের প্রথম টেস্ট খেলছেন অস্ট্রেলিয়াতে। সেই ম্যাচেই শতরানের হাতছানি, সাধারণত যে কোনও তরুণ তুর্কিরই একটু নার্ভাস থাকার কথা। কিন্তু বিন্দুমাত্র তেমনটা দেখা গেল না। হ্যাজেলউডের বলে আপার কাটে ছয় মেরে সেঞ্চুরি পূরণ করাটা সেই আত্মবিশ্বাসেরই পরিচয় দেন। এক দশক আগে এই ম্যাচে যশস্বীর ওপেনিং পার্টনার কেএল রাহুল সিডনিতে ১১০ রানের ইনিংস খেলেছিলেন। সেটাই ছিল অজ়িভূমে কোনও ভারতীয় ওপেনারের শেষ সেঞ্চুরি। তার এক দশক পর আবারও কোনও ভারতীয় ওপেনার সেঞ্চুরি করলেন।
A memorable century for Yashasvi Jaiswal in his first Test on Australian soil 👏#WTC25 | Follow #AUSvIND live ➡ https://t.co/S9JXIoxvKC pic.twitter.com/hr9056M21T
— ICC (@ICC) November 24, 2024
এই নিয়ে চলতি বছরে নিজের তৃতীয় শতরান হাঁকালেন যশস্বী। অনূর্ধ্ব ২৩ ক্রিকেটার হিসাবে ভারতীয়দের মধ্যে সর্বাধিক আটটি সেঞ্চুরি করেছেন সচিন তেন্ডুলকর। সেই রেকর্ড থেকে বেশ খানিকটা পিছিয়ে থাকলেও, বিনোদ কাম্বলি সুনীল গাওস্করদের সঙ্গে একই সারিতে বসে পড়লেন ২২ বছরের যশস্বী। এবার দেখার বিষয় যশস্বী নিজের ইনিংসটাকে ঠিক কতটা দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারেন। তাঁর ও রাহুলের ওপেনিং পার্টনারশিপ কিন্তু ইতিমধ্যেই ভারতের হাতে ম্যাচের রাশ এনে দিয়েছে।
ম্যাচের সমস্ত লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে...
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: দুই দশকে হয়নি, রাহুল-যশস্বীর দুরন্ত পার্টনারশিপকে কুর্নিশ কোহলির, বিশেষভাবে জানালেন সম্মান